শুভব্রত মুখার্জি
দেশের হয়ে টোকিও গেমসে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন সমস্ত ভারতীয় অ্যাথলিটরা। আপাতত পরিসমাপ্তি ঘটেছে টোকিও গেমসের। ꦜধীরে ধীরে ঘরে ফিরছেন সমস্ত অ্যাথলিটরা। প্༒রায় সকলকেই রাজকীয় সংবর্ধনার মধ্যে দিয়ে ফিরেছে তাঁদের অঞ্চলে। তবে সব থেকে 'করুণ' ঘরে ফেরার সাক্ষী থেকেছেন ভারতীয় মহিলা অ্যাথলিট ধনলক্ষ্মী শেখর। তিনি দেশে ফিরেছেন দৌড়বিদ শুভা ভেঙ্কটারামনের সাথে।
টোকিও গেমস চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধনলক্ষ্মী শেখরে💖র বোন। এ কথা তাঁকে জানাননি তার মা। গেমস থেকে ফেরার পরে তিনি এই খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। গেমস থেকে যাতে তার মনঃসংযোগ না সরে, সেই কারণে তাঁকে খবরটি জানাননি তাঁর 🤪মা। উল্লেখ্য ধনলক্ষ্মীর অন্যতম বড় সমর্থক,উৎসাহপ্রদানকারী ছিলেন তাঁর বোন।
উল্লেখ্য ৪*৪০০ মিটার মহিলা রিলের প🌌্রথম দলে ছিলেন শুভা। সেই দলেই রিজার্ভ হিসেবে ছিলেন ধনলক্ষ্মী। উল্♏লেখ্য এনআইএস পাতিয়ালাতে ট্রায়ালে জয়লাভ করে টোকিওর টিকিট পেয়েছিল ভারতীয় মহিলা অ্যাথলিট ধনলক্ষ্মী। ধনলক্ষ্মী আগেই জানিয়েছিলেন টোকিও যাওয়ার পিছনে তার মা'র কতটা অবদান ছিল। তবে টোকিও থেকে ফিরে বোনের মৃত্যুসংবাদে একেবারে ভেঙে পড়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।