প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছেন পাকিস্তান আরশাদ নাদিম। গেমসে রেকর্ড গড়ে ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন পাকিস্তানের এই ক্রীড়াবিদ। ভারতের নীরজ চোপড়া এই ইভেন্টে দ্বিতীয় হন। আরশাদের দুরন্ত থ্রোয়ের জবাব কারোর কাছেই ছিল না, কারণ ছটি সুযোগের মধ্যে বাকিরা কেউই ৯০-এর গণ্ডি টপকাতে পারেননি, সেই তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন আরশাদ। ব্যক্তিগত ইভেন্টে এটাই ছিল পাকিস্তানের প্রথম স্বর্ণপদক। গোটা দেশই আরশাদের এই সাফল্যে গর্বিত🔴, হওয়াটাও স্বাভাবিক।
এর মধ্যেই এক অদ্ভূত ম𒈔ন্♈তব্য করে বসলেন পাকিস্তানের জাতীয় অ্যাসেম্বলির সদস্য বিলাওয়াল ভুট্টো। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে। আনন্দের বসে তিনি এমন এক দাবি করে বসলেন, যার কতটা যৌক্তিকতা রয়েছে, সেই নিয়েও প্রশ্ন উঠছে।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফ👍িরছেন শামি…
পাকিস্তানের জাতীয় অ্যাসেম্বলিতে বক্তব্য রাখার সময় বিলাওয়াল দাবি করেন, সেদেশের ফ🐽ুটবলকে যদি ঠিকঠাক পরিকাঠামো এবং সমর্থন দেওয়া যায়, তাহলে ক্রিকেট বা অলিম্পিক্সে শুধু নয় ফিফা বিশ্বকাপেও পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারবে। প্রসঙ্গত ২১০টি ফুটবল খেলিয়ে দেশের মধ্যে পাকিস্তানের ফিফা ক্রমতালিকায় স্থান ১৯৭।
আরও পড়ুন-শহরে এসেই অনুশীলন শুরু দিমির! আনোয়ার ইস্যুতে আজই বৈঠক প্লেয়ার্স স꧙্ট্যাটাস কমিটির
বিলাওয়াল বলেন, ‘শুধু অলিম্পিক্স বা ক্রিকেটে নয়, সমর্থন দেওয়া হলে ফুটবলেও আমরা বিশ্বকাপ জিততে পারি। করাচির প্রত্যেকটা বাচ্ছার মধ্যে যোগ্যতা রয়েছে ফিফা বিশ্বকাপ জেতার। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আরশাদ, ওকে অনেক অনেক শুভেচ্ছা দেশে সোনার পদক নিয়ে ফেরার জন্য। দেশের যুবদের প্রাপ্য সুযোগ দেওয়া গেলে, তাঁরা কত ভালো পারফরমেন্স করতে পারে, সেটাই দেখিয়ে দিয়েছেন নাদিম। আমি পেশাওয়ার গেছিলাম কয়েক সপ্তাহ আগে, সেখানে কয়েকজন মেয়ে তাইকন্ডোতেও পদক জিতেছে। পরের অলিম্পিক্সে যাতে পাকিস্তানের সব অঞ্চল থেকে পদকজয়ীদের আমরা দেখতে পাই, সেই জন্য এখন থেকেই ব্যবস্থা নেওয়ার দরকার। আমি পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন জানাব এখন থেকেই একটা ফান্ড তৈরি করতে, যা দেশের ক্রীড়া🐼বিদদের সাহায্য করবে এবং নতুন প্রতিভা তুলে আনার কাজে সাহায্য করবে’।
আরও ꦛপড়ুন-‘তুমি সত্যি স্পেশাল! সর্বকালের সেরা ভারতীয় ক্রীড়াবিদ!’ নীরজকে নিয়ে বার্তা সিন🅰্ধুর
এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, অলিম্পিক্সের মঞ্চে নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের বন্ধুত্ব দেখে মুগ্ধ। ꦅতিনি বলেন, ‘আমরা খেলার পর দেখতে পেলাম ওরা নিজেদের পতাকা হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে,একে অপরের সঙ্গে কথা বলছে, সম্মান জানাচ্ছে। এটাই প্রমাণ করে দেয় খেলার কোনও সীমানা থাকে না, ঐক্যতার পরিচয় মেলে খেলার মধ্য দিয়েই। এটা ক্রিকেটের ক্ষেত্রেও ছিল। আমরা মাঠে একে অপরের প্রতিপক্ষ হলেও খেলার শেষে সকলে বন্ধুর মতোই মিশতাম। ♈প্রত্যেক ক্রীড়াবিদই চায়, সেরা হতে। সবার ওপরে শেষ করতে, সব সময় হয়ত সেটা হয়ে ওঠে না। কিন্তু পরপর দুই অলিম্পিক্সে পদক জিতে নীরজ চোপড়া যে কৃতিত্ব অর্জন করেছে সেটাও অনেক বড় ব্যাপার। সব সময় দেশের পতাকা সবার ওপরে রাখার চেষ্টা করেছে নীরজ, আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে ওর পারফরমেন্স ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।