অলিম্পিক্সে পাঁচবারের সোনা জয়ী য🌠ুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। এবারের টোকিও অলিম্পিক্সের ২০০ মিটার ও ৪০০ মিটারের মেয়েদের ফ্রি স্টাইলে ফেভারিট ছিলেন। কিন্তু চলতি টোকিও অলিম্পিক্সে লেডেকিকে হারিয়ে দিয়ে চমক দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মহিলা সুইমার আরিয়ার্নে তিতমাস। তাই ২০০ মিটারের সুইমিং-এ এই দুই সুইমারের লড়াই ছিল বাড়তি আকর্ষণ। সেই প্রতিযোগিতায় অবশ্য আরিয়ার্নে তিতমাস হারিয়ে দেন কেটি লেডেকিকে। সেই প্রতিযোগিতায় পঞ্চম হয়েছিলেন লেডেকি। ৪০০ মিটার ফ্রিস্টাইলে হারের পর একই প্রতিযোগী তাকে চমক দেখালেন আবার! ২০০ মিটার ফ্রিস্টাইলেও সোনা জিতেছেন সেই অস্ট্রেলিয়ান আরিয়ার্নে তিতমাস।
(💛টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
লেডেকিকে ৪০০ মিটার ফ♋্রিস্টাইলে হারানো টিটমাস সময় নেন ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড। ৪০০ মিটার ফ্রিস্টাইলে রৌপ্য জিতলেও লেডেকি এই ইভেন্টে পঞ্চম হয়েছেন! রৌপ্🎀য জিতেছেন হংকংয়ের সিওভান হগলি, ব্রোঞ্জ জিতেছেন কানাডিয়ান পেনি ওলেকসিয়াক।
অবশ্য এই ইভেন্টে সেভাবে কিছু করতে না পারলেও লেডিকি নিজের প্রিয় ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ঠিকই সোনা জিতেছেন এক ঘণ্টা ১৫ মিনিট পরেই নিজের পছন্দের ইভেন্টে নামেন কেটি লেডেকি। নিজের পছন্দের ইভেন্টে নি♑জেকে প্রমাণ করলেন লেডিকি। তবে দুই প্রতিদ্বন্দ্বী আবার মুখোমুখি হবে শনিবার। তিতমাস ও লেডেকি আবারও মুখোমুখি হবেন ৮০০ মিটার ফ্রিস্টাইলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।