শুভব্রত মুখার্জি
টোকিও অলিম🌸্পিক্সের এখন পর্যন্ত যেটুকু খেলা হয়েছে তাতে সব থেকে বড় অঘটনের ঘটনাটি ঘটে গেল ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। পুরুষদের বিভাগের ১০০০০ মিটার দৌড়ের বিশ্ব রেকর্ডধারী উগান্ডার জসুয়া চেপ্টেগেইকে হারিয়ে সোনা জিতে বিশ্বকে চমকে দিলেন ইথিওপিয়ার অ্যাথলিট সেলেমন বারেগা।
লং ডিসট্যান্ট রানিং অর্থাৎ দৌড়ের যে কোন বিভাগে আফ্রিকানদের আধিপত্য বরাবরের। সেই বিভাগের অন্যতম এই ১০০০০ মিটার দৌড়ে টোকিওতে দুই আফ্রিকানের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলা লড়াইয়ের সাক্ষী থাকল গো📖টা বিশ্ব। যেখানে একেবারে শেষ ল্যাপে এসে 'হোম স্ট্রেটে' হঠাৎ করেই নিজে꧃র গতিবেগ বাড়িয়ে বারেগা পিছনে ফেললেন চেপ্টেগেইকে। জোসুয়াকে কার্যত বিস্মিত করে দিয়ে তাঁর হাত থেকে স্বর্ণ পদকটি কার্যত ছিনিয়ে নিলেন বারেগা।
২১ বছর বয়সী বারেগা ২৭ মিনিট ৪৩:২২ সেকেন্ডে তার দৌড় শেষ করেন। অপরদিকে জোসুয়া তার দৌড় শেষ করতে সময় নেন ২৭:৪৩:৬৩। উল্লেখ্য ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ৫০০০ মিটারে রুপো জিতেছিলেন বারেগা। ১০০০০ মিটার দৌড়ে গত জুনে তিনি দ্বিতীয় দ্রুততম সময় করে শেষ 🐼করেছিলেন। তার অঘটন ঘটানো পারফরম্যান্সের পরে স্টেডিয়ামে উপস্থিত ইথিওপিয💦়ার ডেলিগেটরা সকলে উঠে দাড়িয়ে অভিবাদন জানান। হাসি মুখে সেই অভিবাদন গ্রহন করেন বারেগা। জয়ের পরে দেশের পতাকা গায়ে জড়িয়ে তাকে ট্র্যাক পরিক্রমা করতে দেখা যায়।
হারার পরে 𒈔বিশ্বরেকর্ডধারী চেপ্টেগেই জানান ' এই মূহুর্তে আমার মধ্যে দুই ধরনের অনুভূতি কাজ করছে। এক তো আমি অবশ্যই খুশি যে আমি দেশের হয়ে রুপোর পদক জিততে সমর্থ হয়েছি। অন্যদিকে আমি অখুশি কারন আমার যা পারফরম্যান্স ছিল অতীতে তাতে ভর করে এখানে সোনা জয়ের আশা নিয়েই এসেছিলাম। ' উল্লেখ্য টোকিওতে ১০০০০ মিটার দৌড়ের প্রথমভাগে এগিয়ে ছিলেন চেপ্টেগেইয়ের উগান্ডান সতীর্থ স্টিফেন কিসসা। যদিও তিনি পরবর্তীতে খেই হারান। রেসের শেষ তৃতীয়াংশে এসে লিড নিতে শুরু করেন বারেগা। শেষ ল্যাপে প্রথমে থেকেই গতি বাড়িয়ে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।