টোকিও অলিম্পিক্সের জন্য ব্যাডমিন্টনের সূচি তৈরি হয়ে গেল। আর সেই সূচি অনুযায়ী গ্রুপ লিগের ম্যাচে বিশ্𒊎বের ৩৪ এবং ৫৮ নম্বর প্লেয়ারের মুখোমুখি হবেন বিশ্ব র্যাঙ্কিং-এ সাতে থাকা পিভি সিন্ধু। গ্রুপ লিগে তুলনামূলক ভাবে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে না ভারতীয় শাটলারকে। তাই তাঁকে ঘিরে পদক জয়ের আশা বাড়ছে।
পিভি সিন্ধু রয়েছেন গ্রুপ ‘জে’-তে। তাঁর গ্রুপে রয়েছেন হংকং-এর চিয়ুংগান ই (বিশ্ব র্যাঙ্কিং-৩৪)। এবং ইজরায়েলের কেসেনিয়া পে🌺ালিকারপোভা (বিশ্ব র্যাঙ্কিং-৫৮)। এই দুই প্লেয়ারের বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড বেশ ভাল। এঁদের বিরুদ্ধে এখনও পর্যন্ত সব ম্যাচেই জিতেছেন সিন্ধু। প্রতিটা গ্রুপে শীর্ষে থাকবেন যাঁরা, সেই ১৬ জনই পরের রাউন্ডে যাবেন🌳। তার পরে নক আউট পর্বের ম্যাচ হবে।
এই বছর অলিম্পিক্সের জন্য মহিলা ব্যাডমিন্টন থেকে ছাড়পত্র পেয়েছে একমাত্র পিভি সিন্ধু। সাইনা নেহওয়াল এই বছর যোগ্যতা অর্জন কর𓃲তে পারেননি। তাই সিন্ধুর উপর দেশের সম্মান রক্ষার বড় দায়িত্ব যেমন থাকবে, তেমনই তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে গোটা ভারত।
এদিকে ছেলেদের বিভাগে সিঙ্গলসের জন্য ছাড়পত্র পেয়েছেন একমাত্র বি সাই প্রণীত। আর ডাবলসে ছাড়পত্র পেয়েꦛছেন স্বস্তিকরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। সাইনা এবং সিন্ধু ইতিমধ্যেই অলিম্পিক্সে পদক পেয়েছেন। দেখার, এই বছর ব্যাডমিন্টনের হাত ধরে ভারত কোনও পদক পায় কিনা!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।