একই খেলায় দুই ভারতীয় কন্যার দুই ভিন্ন ফলাফল। একদিকে যেমন অভিজ্ঞ সীমা পুনিয়া হতাশ করলেন, অন্যদিকে তেমনই তরুণ কমলপ্রীত কৌরꦦ তাক লাগিয়ে দিয়ে ডিসকাস থ্রোয়🅘ের ফাইনালে নিজের জায়গা পাকা করে নিলেন।
শুধু যে ফাইনালের জন্য কমলপ্রীত জায়গা পাক🌌া করলেই তাই নয়, করলেন দ্বিতীয় স্থানে শেষ করে। গ্রুপ-বিতে থাকা কমলপ্রীত নিজের দ্বিতীয় থ্রোয়ে একটুর জন্য (৬৩.৯৭ মিটার) যোগ্যতা অর্জন হাতছাড়া করলেও শেষ পর্যন্ত স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৬৪ মিটারের মার্ক স্পর্শ করেন তিনি। নিজের প্রতিটি সুযোগেই ৬০ মিটারের উর্ধ্বে থ্রো করতে সক্ষম হন ২৫ বছর বয়সী পাঞ্জাবের কন্যা।
(টোকিও অলিম্প🐎িক্স ২০২০-র যাবতী🍃য় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
সব মিলিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন কমলপ্রীত। অপরদিকে, গ্রুপ-এতে থাকা সীমা পুনিয়া ১৬ নম্বরে শেষ করায় ফাইনালে নিজের জায়গা 𝐆পাকা করতে পারেননি তিনি। সীমা সর্বাধিক ৬০.৫৭ মিটার থ্রো করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।