শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসে ভারতের সবথেকে বড় হতাশার জায়গা ভিনেশ ফোগটের পদক না পাওয়া। ♓যে অদম্য লড়াইটা লড়ে তিনি কামব্যাক করেছিলেন তা ছিল অবিশ্বাস্য। পদক না পেলে ও ভিনেশকে ঘিরে আবেগের কোন খামতি নেই। দীর্ঘদিনের লড়াই শেষে ১৪ অগস্ট তিনি দেশে ফিরেছেন। ছিলেন নয়া দিল্লিতে। সেখানে তিনি প্রথমে দেখা করেন রাষ্ট্রপতি দ্রোপদি ম🍌ুর্মুর সঙ্গে। এরপর তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তারপর আজ অর্থাৎ শনিবার তিনি ফিরেছেন তার জন্মস্থান হরিয়ানার ঝাঝাথে। সেখানে তাঁকে ঘিরে জনতার আবেগ ছিল দেখার মতন। মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয় গোটা দিক।
আরও পꦿড়ুন-‘আমরা ওদের সম্মান করি,ওরা চাকর নয়’…বিরাট-রোহিতের দলীপে না থাকা নিয়ে মন্তব্য জয় শাহ-র
প্রসঙ্গত দীর্ঘদিন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষন শরণ শর্মার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে যে লড়াই তাকে নেতৃত্ব দেন তিনি। ফলে ব্যহত হয়েছে তাঁর অনুশীলন।এরপরে ও প꧑্যারিস গেমসে তিনি কোয়ালিফাই করবেন ব꧒লেই আশা করেননি তাঁর অতি বড় ভক্তরা । সেখানে তিনি কোয়ালিফাই তো করেছিলেন পাশাপাশি রুপকথার কাহিনী লিখে পৌঁছে যান মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে। ফাইনাল শুরুর আগে নিয়মমাফিক তাঁর বডি ওয়েট মাপা হয়।
সেখানে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে ফাইনালে তিনি নামতেই পারেননি। তাঁকে বাতিল ঘোষণা করাꦍ হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে। আইওএ অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে এই বিষয়টি নিয়ে ক্যাস অর্থাৎ কোর্ট ফর আর্বিট্রেশান অফ স্পোর্টসে জোরদার লড়াই করা হয়। তবে শেষ পর্যন্ত ভিনেশের আবেদনে সাড়া দেয়নি ক্যাস। এই কেসে হারতে হয় ভারতকে।
আরও পড়ুন-কেন্দ্রীয় চুক্তিতে লাভ কম! ত𒁃াই ফারগুসনদের পথে হেঁটে অস্থায়ী চুক্তি বাছ♚লেন অ্যালেন
সেই ঘটনার বেশ কয়েকদিন পরে তিনি পৌঁছেছেন তাঁর জন্মস্থানে। সেখানে তাঁকে দেখতে জনতার যে সুনামি তা ছিল চোখে পড়ার মতন। তাঁকে গলায় মালা পরিয়ে বরণ করা হয়। সেই মালা ছিল টাকা দিয়ে তৈরি। পাশাপাশি খুদে ,নবীন ভক্তদের দেখা যায় ভিনেশের সঙ্গে সেল্ফি তুলতে। ভিনেশকে ঘিরে উদযাপন তো ছিলই তাঁর প্রতি ভালোবাসা,শ্🌺রদ্ধা ও ছিল দেখার মতন। ভিনেশের গ্রামে উপস্থিত হয়েছিলেন তাঁর দুই সতীর্থ কুস্তিগীর বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক।প্যারিস গেমসের ফাইনালের আগে বাতিল হয়ে যাওয়ার পরবর্তীতে কুস্তি থেকেও অবসরের ঘোষণা করে দেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।