শুভব্রত মুখার্জি:- প্যারিস𝓀 অলিম্পিক গেমস শেষ হয়েছে ১১ অগস্ট। ১৪ অগস্ট নয়া দিল্লিতে পৌঁছেছে প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় দলের বাকি সদস্যরা। এরপর সেই দিনেই তারা সাক্ষাৎ করেন দেশের রাষ্ট্রপতি দ্রোপদি মুর্মুর সঙ্গে। ১৫ অগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হয় এই সাক্ষাৎ। যেখানে ঘরোয়া মেজাজে কার্যত আড্ডা হয়েছে অ্যাথলিট এবং প্রধানমন্ত্রীর। সেখানেই বেশ খোশ মেজাজে ছিলেন নরেন্দ্র মোদী। মজার ছলে অ্যাথলিটদের নানা প্রশ্ন করার মাঝেই তিনি তাদের জিজ্ঞাসা করে বসেন প্যারিসে এসি না পেয়ে কে কে আমাকে ‘অভিশাপ’ দিয়েছেন। বলেই তাঁর মুখে চওড়া হাসি দেখা যায়।
প্রসঙ্গত প্যারিসে গেমস ভিলেজে অ্যꩲাথলিটদের ঘরে ছিল না কোন এসি। গেমস ভিলেজকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতেই ব্যবহার করা হয়নি এসির। এরপর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে বাড়তে থাকা প্যারিসের গরমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসির আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইওএর তরফে কেনা হয় ৪০টি ছোট ছোট এসি। যা প্রয়োজন মত অ্যাথলিটরা নিজের নিজের ঘরে ব্যবহার করেছেন। এই বিষয়টি নিয়ে বলতে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘ওখানে (প্যারিসে) তো কোন এসি ছিল না। নিশ্চয় খুব গরম ছিল। তাই আমি জানতে চাই তোমাদের মধ্যে কে কে প্রথমে এসির জন্য কান্না শুরু করেছিলে? কে কে বলতে শুরু করেছিল মোদী তো বড় বড় ভাষণ দেয়। কিন্তু ঘরে তো কোনও এসির ব্যবস্থা করতে পারে না। আমরা এখন কী করব? এই বলে তোমরা কে কে আমাকে 'অভিশাপ' দিয়েছিলে। তোমরা যারা যারা ওখানে ছিলে তাদের মধ্যে সবথেকে কার কার বেশি অসুবিধা হয়েছে? কিন্তু আমি যা জানতে পেরেছি যে তোমাদের অসুবিধা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এসির বন্দোবস্ত করা হয়েছিল।’
তিনি আরও যোগ করে বলেন, ‘দেখুন একটা জিনিস তোমরা (অ্যাথলিটরা) সকলেই আমাদের গর্ব। আমরা সবসময়ে তোমাদের সেরা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি।’ এরপর ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়কের উদ্দেশ্যে তাঁকে বলতে দেখা যায়, ‘আমাকে একটা কথা বল যখন গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তোমাদের ১০ জনে খ𒆙েলতে হয়েছিল তখন নিশ্চয়ই তোমাদের মনোবল ভেঙে গিয়েছিল। আপনারা আমাকে বলুন নিশ্চয় খুব সমস্যায় পড়েছিলেন তখন।’ উত্তরে হরমনপ্রীত বলেন, ‘হ্যা স্যার আমাদের কাছে বিষয়টি খুব কঠিন ছিল। কারণ প্রথম কোয়ার্টারেই আমাদের একজনকে লাল কার্ড দেখানো হল। কিন্তু আমাদের প্রত্যেক জন স্টাফ আমাদেরকে খুব সাহায্য করেছে। আর এই কারণেই আমরা কিন্তু সে দিনকে জয় ছিনিয়ে নিতে পেরেছিলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।