ধোনির গড়ে ফর্মে ফিরলেন ঋষভ পন্থ। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার দরুণ মাহি চিপকের দর্শকের কাছে অসাধারণ জনপ্রিয়। অথচ এবার সেই ধোনির পাড়ায় উঠল পন্থ ধ্বনী। রবিবাܫর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চিপকে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করার সুবা🎐দে আপাতত পন্থে মাতোয়ারা ভারতের ক্রিকেট মহল।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাট হাতে যখন এক এক করে কোহলি, লোকেশ রাহুল, রোহিত শর্মার মতো ভারতীয় ব্যাটিং অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যোনরা ফিরছিলেন, তখনই বাল্লা হাতে রুখে দাঁড়ান পন্থ। যিনি বিগত ম্যাচ গুলিতে যথার্থ পারফরম্যান্স করতে না পারায়, মাঠে অসম্মানজনক 'ধোনি' রবও শুনেছেন। ব্যাট হাতে ছন্দে ফেরায় ধোনির গড় ꦅবলে পরিচিত চিপকে পন্থের নামে রব তুলতে শোনা গিয়েছে দর্শকদের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে শ্রেযꦡ়াস আইয়ারের সঙ্গে ব্যাট হাতে কামাল দেখান দেশের তরুণ উইকেটরক্ষক। যেখানে ৮০ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত, সেখানে ৬৯ বলে ৭১ রানের ইনিংস খেলে দলকে ভরসা জোগালেন পন্থ। গুরুত্বপূর্ণ সময়ে শ্রেয়াসের সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপ খেলে ভারতকে লড়াই করোর মতো একটা জ๊ায়গায় পৌঁছে দিলেন তিনি।
শেষ পর্যন্ত হেটমায়ার ও হোপের অসাধারণ ব্যাটিংয়ের কাছে ধরাশায়ী হয় টিম ইন্ডিয়া। তবে চিপকের স্লো পিচে পন্থের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন🐎 ক্রিকেট বিশেষজ্ঞরা। এক প্রতিক্রিয়ায় 'ধোনি' র🌠ব প্রসঙ্গে পন্থ বলেন, ‘গ্যালারির সমর্থন খুবই জরুরি। এটা বলতে পারি, আমি প্রতিনিয়ত উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছি। বলছি না, কাজটা শেষ হয়ে গিয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি, এতটুকু বলে দিতে পারি।’
চেন্নাইয়ের ম্যাচ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ভারতের হয়ে প্রতিটি ইনিংস গুরুত্বপূর্ণ। একজন ত𝄹রুণ ব্যাটসম্যান হিসেবে আমার একটাই লক্ষ্য প্রতিদিন উন্নতি করা। যখন অনুশীলনে থাকি, তখন শুধু ক্রཧিকেট নিয়ে ভাবি। বাইরের অন্য কিছু মাথায় রেখে নিজেকে চাপে রাখি না। টিম ম্যানেজমেন্ট আমাকে শান্ত থাকতে বলেছে, নিজেকে ফিট রাখতে বলেছে, আমি আপাতত সেটাই করে যাচ্ছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।