ব্যক্তিগত রেকর্ড গড়েও প্যারিস প্যারালিম্পিক্সে পদক জেতা হল না রঙ্গলি রবির। অর্ধেক ইভেন্ট অতিবাহিত হওয়ার পরেও ভারতীয় তারকা ব্রোঞ্জ পদকের খুব কাছে অবস্থান করছিলেন। তবে ছন্🐟দপতন ঘটে শেষ ব🧔েলায়। ফলে এবারের মতো ছেলেদের শট পাটে পঞ্চম হয়ে যাত্রা শেষ করতে হল রবিকে।
ꦅপ্যারিস প্যারালিম্পিক্স থেকে শনিবার পর্যন্ত ভারতের ঝুলিতে ছিল ৫টি পদক। রবিবার রবির হাত ধরেই ষষ্ঠ পদক জয়ের স্বপ্ন দেখছিল ভারত। রবি ছেলেদের এফ-৪০ শট পাটের ফাইনালে নামেন। নিজের প্রথম থ্রো💞য়েই ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স মেলে ধরেন রবি। তিনি প্রথম প্রচেষ্টায় ১০.৪৪ মিটার দূরে লৌহবল নিক্ষেপ করেন। এটি রবির কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স। অর্থাৎ, প্রথম প্রচেষ্টাতেই পার্সোনাল বেস্ট পারফর্ম্যান্স উপহার দেন রবি।
প্রথ𝓀ম থ্রোয়ের পরে রবি ছিলেন দ্বিতীয় স্থানে। দ্বিতীয় থ্রোয়ে নিজের পারফর্ম্যান্সের উন্নতি করেন রবি। তিনি ১০.৪৯ মিটার দূরে বল নিক্ষেপ করেন। যদিও ক্রমতালিকায় তাঁকে পিছিয়ে যেতে হয় চার নম্বরে। তৃতীয় প্রচেষ্টায় রবির পারফর্ম্যান্স ছিল সব থেকে ভালো। তিনি ১০.৬৩ মিটার দূরে লৌহ গোলক ছুঁড়ে নতুন পার্সোনাল বেস্ট পারফর্ম্যান্স নথিভুক্ত করেন। যদিও ক্রমতালিকায় তাঁর অবস্থান বদল হয়নি।
চতুর্থ প্রচেষ্টায় ফাউল থ্রো করেন রবি। পঞ্চম প্রচেষ্টায় ৯.৮৩ মিটার ও ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় ১০.০০ মিটার দূরে বল ছোঁড়েন রবি। সুতরাং, ইভেন্টে তাঁর সেরা ꦍপারফর্ম্যান্স ছিল ১০.৬৩ মিটার, যা তাঁকে চূড়ান্ত ক্রমতালিকায় পাঁচ নম্বরে জায়গা করে দেয়। শট ཧপাটের ফাইনালে অংশ নিয়েছিলেন মোট ৯ জন প্যারা অ্যাথলিট।
এই ইভেন্ট🌱ে নতুন গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন পর্তুগালের মিগুয়েল মন্টেইরো। প্যারিসের ৬টি থ্রোয়ের মধ্যে তাঁর সেরা পারফর্ম্যান্স ছিল ১১.২১ মিটার। এর আগে এই ইভেন্টের প্যারালিম্পিক্স রেকর্ড ছিল ১১.১৬ মিটার। গত টোকিও প্যারালিম্পিক্সে এই নজির গড়েছিলেন ডেনিস।
উল্লেখ্য, ছেলেদের এফ-৪০ শট পাটের বিশ্বরেকর্ড 🌳রয়েছে মিগুয়েলের দখলেই। তিনি ২০২২ সালে ফেব্রুয়♛ারিতে ১১.৬০ মিটার পারফর্ম্যান্স উপহার দেন। প্যারিসে তার থেকে খারাপ ফল করেও গোল্ড মেডেল জিতে নেন পর্তুগালের তারকা।
প্যারিসে ১১.০৯ মিটার🌠 পারফর্ম্যান্স উপহার দিয়ে রুপো জেতেন মঙ্গোলিয়া🌞র বাটুলগা সেগমিড। ১১.০৩ মিটার পারফর্ম্যান্স উপহার দিয়ে ব্রোঞ্জ জেতেন ইরাকের গারা তনাইয়াশ। নিরপেক্ষ প্যারা অ্যাথলিট হিসেবে লড়াই চালিয়ে চার নম্বরে থাকেন ডেনিস। তিনি ১০.৮০ মিটার দূরে থ্রো করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।