শুভব্রত মুখার্জি: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে কি শেষ ম্যাচ খেলে ফেললেন বিশ্বকাপ জয়ী ফরাসি ফুটবল তারকা পল পোগবা! ইউনাইটেডের ইন্টারিম প্রশিক্ষক রাল্ফ রাংগনিক অন্ততপক্ষে সেটাই মনে করেন। ওল্ড ট্রাফোর্ডে পোগবার চুক্তি শেন হওয়ার সপ্তাহখানেক আগেই বড়সড় চোটের কবলে পড়েছেন তিনি। ফলে রাল্ফ রাংগনিক মনে করেন෴ ইউনাইটেডের হয়ে ভবিষ্যতে আর꧂ হয়ত খেলতে দেখা যাবে না পোগবাকে।
জুলাই মাসের ১ তারিখ থেকেই পল পোগবা ফ্রি এজেন্ট হয়ꦗে যাবেন। মঙ্গলবার লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কাফ মাসেলে চোট পান পল পোগবা। সেই ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারতে হয়েছিল ইউনাইটেড দলকে। যে হারের ফলে প্রিমিয়র লিগে প্রথম চারে শেষ করা ইউনাইটেডের পক্ষে কার্য🐠ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াল। রাংগনিক জানিয়েছেন 'গতকাল পলের যে স্ক্যান করা হয়েছে তার যা ফলাফল এসেছে তাতে করে এই মরশুমের শেষ পর্যন্ত আমাদের হয়ে ওর খেলা কার্যত অসম্ভব।'
প্রসঙ্গত ইউনাইটেডের অ্যাকাডেমি, যুব দল হয়ে সিনিয়র দলে উঠে এসেছিলেন এই ফরাসি তারকা। জুভেন্টাসে দুর্দান্ত মরশুম কাটানোর পরবর্তীতে ২০১৬ সালে তিনি ফের ইউনাইটেডে ফিরে আসেন। ইউনাইটে🐎ডের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় পর্বে তিনি ইউরোপা লিগ, লিগ কাপের শিরোপাও জিতেছেন। তার পারফরম্যান্স অবশ্য এই সময়কালে তেমন বলার মতন কিছু ছিল না। এমনকি সম্প্রতি নরউইচের বিরুদ্ধে ম্যাচে ইউনাইটেডের জয় সত্বেও তাকে দর্শকদের কটাক্ষ শুনেই মাফ ছাড়তে ꦍহয়েছে। রাল্ফ রাংগনিক জানিয়েছেন 'অন্ততপক্ষে ৪ সপ্তাহ সময় লাগবে পোগবার সেরে উঠতে। মে মাসের শেষের দিকেই আবার ইউনাইটেডের শেষ ম্যাচ রয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।