উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) শুরু হওয়ায় চাপ বাড়বে মဣহিলাদের বিগ ব্যাশ লিগের (WBBL) উপর। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার তারকা অ্যালিসা হিলি। তাঁর মতে, ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে যে পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে, তাতে আর্থিক দিক থেকে আকর্ষণীয় না হলে অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগ অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। সেইসঙ্গে হিলি জানান, দেশের হয়ে ১২ মাস খেলেই যা টাকা মিলছে, তিন সপ্তাহের WPL-এ তার থেকে বেশি টাকা পাচ্ছেন খেলোয়াড়রা।
আরও পড়ুন: ভিডিয়ো: দ🧸ীপ্তিকে ফেরালেন রাধা, শেফাল⛎িকে নাভগিরে- এক তরফা ম্যাচে দুটি অসাধারণ ক্যাচ
বুধবার আন্তর্জাতিক নারী দিবসে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে একটি কলামে ভারতের নয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়ার তারকা উইকেটকিপার তথা WPL-র দল ইউপি ওয়ারির্সের অধিনায়ক। তাঁর মতে, গত ৪ মার্চ থেকে যে WPL শুরু হয়েছে, তা মহিলা ক্রিকেটের ক্ষেত্রে ‘গেমচেঞ্জার’ হতে চলেছে। কারণ WPL-এ যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, তাতে সহজেই বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের কাছে ভারতের নয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছꦍে। তাতে চাপ বাড়তে চলেছে অস্ট্রেলিয়ার WBBL-র উপর।
নিজের কলামে হিলি বলেন, ‘গত আট বছর ধরে মহিলা ক্রিকেটের গর্ব হিসেবে থেকেছে WBBL। কিন্তু এখন এটা কোনওভাবেই অস্বীকার করা যাবে না যে WPL-র ফলে আমাদের ꦑঘরোয়া (টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের) উপর চাপ বাড়বে। বিষয়টি পুরোপুরি অর্থ সংক্রান্ত নয়। তবে বছরের ১💧২ মাসে নিজেদের দেশের হয়ে খেলে যে টাকা পায় খেলোয়াড়রা, তার বেশি টাকা পাচ্ছে তিন সপ্তাহের WPL-এ।’
আরও পড়ুন: বাংলা দলের বা♑ইরে থাকা থেকে WPL-এ সাফল্য়, সাইকার যাত্রার হদিশ দিলেন কোচ শিবসাগর
সেই পরিস্থিতিতে কীভাবে WBBL-কে প্রাসঙ্গিক রাখা যাবেꦑ, তাও জানিয়েছেন হিলি। তাঁর মতে, ‘WPL-র সঙ্গে টক্কর দিতে এবং বিশ্বের সেরা ঘরোয়া প্রতিযোগিতার তকমা ধরে রাখতে আমাদের নিশ্চিত করতে যে (লিগটা যেন আর্থিক দিক থেকে) লোভনীয় এবং আকর্ষণীয় হয়। যাতে বিশ্বের সেরা খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় আসে। আমার মতে, নিজেদের উদ্দেশ্য নিয়ে WBBL-কে পুনরায় ভাবনাচিন্তা করতে হবে। আমার মতে, WBBL যেন একটি বিনোদনের শো হয়ে ওঠে। যেখানে আমাদের প্রচুর সমর্থক মাঠে এসে বিশ্বের সেরা খেলোয়াড়দের লড়াইয়ের সাক্ষী থাকতে পারবেন।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।