প্যারিস সাঁ-জা'র দুরন্ত কামব্যাক সন্দেহ নেই। তবে আটালান্টার দুর্ভাগ্য বলাটা মোটেও অনুচিত হবে না। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষম𝓰েশ ইনজুরি টাꦕইমে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হলে, তাকে ভাগ্যের হাতে মার খাওয়া ছাড়া আর কিই বা বলা যেতে পারে।
ঠিক এভাবেই দু্র্ভাগ্যের শিকার হয়ে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট হাতছাড়া হয় আটালান্টার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে শেষ চারে ꦺযাওয়া নিশ্চিত করে নেইমার-এমবাপের পিএসজি।
লিসবনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান ক্লাবকে এক গোলে পিছিয়ে থেকেও শেষমেশ ২-১ ব্যবধানে পরাজিত করে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৬ মিনিটের মাথায় জাপাতার পাস থেকে গোল করে আটালান্টাকে এগিয়ে দেন পাসালি൲চ। প্রথমার্ধে আর কোনও 𝕴গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময়টায় ব্যবধান ধর❀ে রাখে আটালান্টা। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে জোড়া গোল করে বসে প্যারিস সাঁ-জা। ম্যাচের ৯০ মিনিটে নেইমারের পাস থেকে গোল করেন মার্কিনহোস। সংযোজিত সময়ে (৯০+৩ মিনিট) 💞এমবাপের পাস থেকে প্যারিসের হয়ে জয়সূচক গোল করেন চোউপো-মটিং।
শেষ মুহুর্তের এই উত্তেজক জয়ের সুবাদে দীর্ঘ ২৫ ব𝕴ছর পর আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা🐼 করে নেয় পিএসজি। শেষবার তারা ১৯৯৪-৯৫ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।