রবিবার চেস অলিম্পিয়াডে জোড়া সোনা জয় করে ইতিহাস তৈরি করে▨ছে ভারত। প্রথমে ভারতীয় পুরুষ চেস দল সোনা জয় করে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দ এবং অর্জুন এরিগাইসি। ফাইনাল রাউন্ডে স্লোভানিয়াকে পরাজিত করে সোনা জেতে ভারতীয় পুরুষ চেস দল। এর কয়েক ঘণ্টার পর ফের এক সুখবর দেন ভারতের মহিলা দাবাড়ুরা। আজারবাইজানকে পরাজিত করে সোনা জয় করে তাঁরাও। মহিলাদের চেস দলে ছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দের বোন রমেশবাবু বৈশালি। ভাই-বোনের এই কৃতিত্বে গর্বিত হয়েছেন বাবা-মা। অবশ্য শুধু তাঁদের পরিবার কেন গর্বিত গোটা ভারতবর্ষ। ভারতের মহিলা এবং পুরুষ চেস দলের এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অভিনন্দন জানিয়েছেন।
এই ঐতিহাসিক জয়ের পর চেসবেস ইন্ডিয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে প্রজ্ঞানন্দ এবং বৈশালি তাঁদের মায়ের সঙ্গে ট্রফি হাতে দাঁড়িয়ে রয়েছেন, ক্যাপশন দেওয়া হয়েছে ‘গর্বিত মা’। সেখানে একজন নেটনাগ⛄রিক লিখেছেন ‘সত্যিই তিনি একজন গর্বিত মা’। অন্যদিকে তাঁদের পিতা বলেছেন, ‘আমরা খুব গর্বিত। আমার মেয়ে বৈশালির দলও স্বর্ণপদক জিতেছে, তাই আমরাও আরও বেশি খুশি’। রমেশবাবু আরও বলেন, 'সকল দলের খেলোয়াড়রা খুব ভালো করেছে এবং স্বর্ণপদক জিতেছে। ভারতীয় দাবাড়ুদের সাফল্য দেশে এই খেলাকে আরও উৎসাহ দেবে। বর্তমানে ক্রিকেটের পরে দেশে সবচেয়ে জনপ্রিয় দাবা। এখনও আরও ব✱েশি মানুষ এই খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং পেশা হিসেবেও গ্রহণ করছে।’
রমেশবাবু জানান প্রজ্ঞানন্দ এবং বৈশালির আরও সাফল্য পাওয়া বাকি রয়েছে। তিনি বলেন, ‘প্রত্যেক দাবাড়ু চান বিশ্ব চ্যাম্পিয়ন হতে। প্রজ্ঞানন্দ এবং বৈশালির এখন লক্ষ্য তাঁদের রেটিং উন্নত করা’। প্রসঙ্গত, ৪৫তম এফআইডিই চেস অলিম্পিয়াডের আসর বসেছিল এবারে বুডাপেস্ট শহরে। সেখানেই প্রথমবার স্বর্ণ পদক লাভ করে ভারত। তবে শুধꩵু একটা নয় জোড়া পদক লাভ টিম ইন্ডিয়ার। প্রথমে ভারতের পুরুষ চেস দল এবং পরে মহিলা চেস দল সোনা জেতে। এর আগে ২০১৪ এবং ২০২২ চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় পুরুষ চেস দল। অন্যদিকে ২০২২ চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল মহিলা চেস দলও। এবছর জোড়া পদক জয় অবশ্যই আগামী দিনে ভারতে এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে। সাফল্যের অনেক উঁচুতে পৌঁছে যাবেন ভারতের দাবাড়ুরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।