মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদের জোড়া শতরানের পরেও রঞ্জি ট্রফির সেমিফাইনালে কোণঠাসা বাংলা। তৃতীয় দিনের শেষে ম্যাচে চালক🔥ের আসনে দেখাচ্ছে মধ্যপ্রদেশকে। সৌজন্যে, রজত পতিদারের দাপুটে ব্যাটিং।
মধ্যপ্রদেশের ৩৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে তৃ༒তীয় দিনে বাংলা অল-আউট হয়ে যায় ২৭৩ রানে।
ব্যক্তিগত শতরান পূর💫্ণ করেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্য🐠ান মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। মনোজ ১২টি বাউন্ডারির সাহায্যে ২১১ বলে ১০২ রান করে আউট হন। শাহবাজ সাজঘরে ফেরেন ১১৬ রান করে। ২০৯ বলের ইনিংসে তিনিও ১২টি চার মারেন।
আরও পড়༺ুন:- Ranji Trophy Live-জোড়া সেঞ্চুরি বাংলার কিন্তু ম্যাচের রাশ মধ্যপ্রদেশের𝄹 হাতে
🐭বাকিরা কেউই ক্রিজে থিতু হতে পারেননি। খাতা খোলার আগেই আউট সায়ন শেখর। ৩ রান করে মাঠ ছাড়েন প্রদীপ্ত প্রামানিক। ৫ রান করে সাজঘরেরে পথে হাঁটা লাগান আকাশ দীপ। মধ্যপ্রদেশের হয়ে ৩টি কর♎ে উইকেট নেন কুমার কার্তিকেয়া, সরাংশ ও পুনিত।
সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ৬৮ রানে এগিয়✃ে থাকে মধ্যপ্রদেশ। দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে এমপি তৃতীয় দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলেছে। সুতরাং, তাদের হাতে লিড রয়েছে ২৩১ রানের।
মধ্যপ্রদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করে অপরাজিত রয়েছেন রজত প𝄹তিদার। ৩৪ রানে ব্যাট করছেন ক্যাপ্টেন আদিত্য শ্রীবাস্তব। ২২ ♈রান করে চোট পেয়ে মাঠ ছেড়েছেন শুভম শর্মা। তিনি পুনরায় ব্যাট করতে নামতে পারেন। হিমাংশু মন্ত্রী ২১ ও যশ দুবে ১২ রান করে আউট হয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামানিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।