শুভব্রত মুখার্জি: চলতি রঞ্জি ট্রফিতে ൩সব থেকে কঠিনতম ম্যাচটি নিঃসন্দেহে জিতে ফেলেছে হিমাচল প্রদেশ। জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৩০৮ রান। সেই রান তাড়া করতে গিয়ে একটা সময়ে তাঁদের স্কোর ছিল ১০ রানে ৪ উইকেট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ম্যাচ যে হিমাচল জিততে পারে সেই আশা অতিবড় ক্রিকেট ভক্তও হয়ত ভাবতে পারেননি। তবে ২২ গজে অসম্ভবকে সম্ভব করে ফেললಞেন হিমাচল ব্যাটাররা। তিন উইকেটে ম্যাচে এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল তাঁরা। পঞ্চম উইকেটে তাঁদের হয়ে ২০৩ রানের জুটি গড়েন ঋষি ধাওয়ান এবং অঙ্কিত কালসি। ১০ রানে চার উইকেট থেকে দলকে পৌঁছে দেন ২১৩ রানে। সেখানেই পঞ্চম উইকেটের পতন ঘটলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি হিমাচলের।
আরও পড়ুন… রাসেল-নারিনদের উৎসাহ দিতে IT20 লিগে উপস্থিত নাইটদཧের কর্ণধার শাহরুখ খান
ম্যাচে হিমাচলের হয়ে শেষ ইনিংসে অনবদ্য দুটো শতরান তাঁদের দুই ব্যাটার ঋষি ধাওয়ান এবং অঙ্কিত কালসির। ধাওয়ান ১০২ রানে আউট হলেও অঙ্কিত কালসি ১৬৫ রান করে অপরাজিত থেকে যান। রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ এ'র ম্যাচে মুখোমুখি হয়েছিল ওড়িশা এবং হিমাচল প্রদেশ। সেখানেই এই শ্বাসরুদ্ধকর ম্যাচে ওড়িশাকে তিন উইকেটে হারিয়ে দেয় হিমাচল। ম্যাচে ওড়িশা প্রথমে ব্যাট করে ১৯১ রান করেছিল। তাঁদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন শান্তনু মিশ্র। এছাড়াও রান পান কার্তিক ব♈িসওয়াল (২২) এবং প্রয়াস সিং (৩৯)। হিমাচলের হয়ে বৈভব অরোরা মাত্র ৫১ রান দিয়ে তুলে নেন ৫ টি উইকেট।
আরও পড়ুন… ওঁরা বলেছিল আমি আছি- IND vs AUS সিরꩲিজে জায়গা না পেয়ে হতাশ অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা
জবাবে হিমাচল প্রথম ইনিংসে করে ২৫৮ রান। তাঁদের হয়ে শতরান করেন প্রশান্ত চোপড়া (১৩৮)। এছাড়া ও ৪৬ রানের ইনিংস খেলেন অমিত কুমার। ওড়িশার হয়ে সুনীল রউল ৬২ রান দিয়ে নেন ছটি উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেন ওড়িশার ব্যাটাররা। ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গোবিন্দ পোদ্দার। তাঁকে যোগ্য সহায়তা করেন প্রয়াস সিং। তিনি করেন ৭৩ র𓄧ান। অর্ধশতরান করেন সূর্যকান্ত প্রধানও। এই রানের ফলে জয়ের জন্য হিমাচলের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩০৮ রান। যা তাড়া করতে গিয়ে ১০ রানেই পড়ে যায় চার উইকেট। ঋষি ধাওয়ান এবং অঙ্কিত কালসির ২০৩ রানের পার্টনারশিপ তাঁদেরকে ম্যাচে ফেরায়। দুজনেই শতরান করেন। ঋষি আউট হলেও অঙ্কিত অপরাজিত থেকে দলকে অবিস্মরণীয় জয় এনে দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।