নাগালের মধ্যেই রয়েছে টার꧟্গেট। তবে জিততে হলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ব꧙াংলাকে ঘুরে দাঁড়িয়ে পালটা লড়াই চালাতে হবে। জয়ের জন্য শেষ দিনে আরও ২৫৪ রান সংগ্রহ করেত হবে বাংলাকে। হাতে রয়েছে মাত্র ৬টি উইকেট। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।
এই অবস্থায় রঞ্জির ফাইনালে যেতে হলে বাংল🍃াকে কী করতে হবে, কোনও রকম রাখঢাক না করে স্পষ্ট জানালেন ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন, যিনি নিজে ৫২ রান করে অপরাজিত রয়েছেন।
চতুর্থ দিনের শেষে ঈশ্বরণ বলেন, ‘পিচ কেমন আচরণ করছে, এতদিনে সেটা আমাদের জানা। পিচ এখন একটু স্লো এবং অল্প-বিস্তর বলও ঘুরছে। আমি মনে করি যে, আগামী কাল সব কিছু নির্ভর করবে আমরা কতটা দৃঢ় সংকল্প হতে পারব, তার উপর। আমাদের লম্বা সময় ব্যাট করতে হবে এবং পার্টনারশিপ গড়তে হবে। যদি আমরা সেটা করতে পারি, তবে ম্য𝔍াচ জেতার🧜 ভালো সুযোগ রয়েছে আমাদের সামনে।’
আরও পড়ুন:- Ranji 🐠Trophy Semi Day☂ 4 Live-কার্তিকেয় কাঁটায় বিদ্ধ বাংলা, একা লড়ছেন অভিমন্যু
পরক্ষণেই বাংলা অধিনায়ক বলꦚেন, ‘আমাদের যদি ফাইনালে যেতে হয়, তবে দায়িত্ব নেওয়ার এটাই সঠিক সময়। টার্গেট নাগালের মধ্যে রয়েছে। যদি ভালো ব্যাট করতে পারি, জয় তুলে নেওয়া অসম্ভব নয়।’
ঈশ্বরন অবশ্য বাংলাকে ম্যাচে টিকিয়ে রাখার জ🧸ন্য দলের দুই স্পিনার শাহবাজ আহমেদ ও প্রদীপ্ত প্রামানিকের প্রশংসা করতে ভোলেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।