মধ্যপ্রদেশꦺের ৩৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রথম ইনিংসে ১১ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অনুষ্টুপ মজুমদার সাজঘরে ফেরার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন মনোজ তিওয়ারি। প্রবল চাপের মুখে ব্যাট করতে নেমে মনোজ সাবলীল ব্যাটিং করলেও বাংলার উইকেট পতন থেমে থাকেনি। বরং তারা একসময় দলগত ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে।
এই অবস্থায় শাহꦍবাজ আহমেদকে নিয়ে পালটা দেওয়ার লড়াই শুরু করেন তিওয়ারি। বাংলাকে ভরাডুবি থেকে টেনে তোলেন তিনি। সেই সঙ্গে টপকে যান ব্যক্তিগত 🎐হাফ-সেঞ্চুরির গণ্ডি। আপাতত সেমিফাইনালের দ্বিতীয় দিনের শেষে মনোজ ৯টি বাউন্ডারির সাহায্যে ১৮২ বলে ৮৪ রান করে অপরাজিত রয়েছেন।
বাংলা বনಌাম মধ্যপ্রদেশ রঞ্জি ট্𓆏রফির সেমিফাইনালের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
দরকারের সময় মনোজের এমন দায়িত্বশীল ইনিংস প্রশংসিত হচ্ছে ক্রিকেটমহলে। তবে রেকর্ড বলছে অন্য কথা। আসলে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশকে সামনে পেলেই জ্বলে ওঠে মনোজের ব্যাট। এই ম্যাচের আগে রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মনোজ তিনটি সেঞ্চুরি করেছেন, যার মধ্য দু'বার ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যান তিনি। সঙ্গে ১টি হাফ-সেঞ্চুরিও করেছেন তি🧸নি। এমপির বিরুদ্ধে তিওয়ারির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৬৭ রানের।
আরও পড��়ুন:- নটিংহ্যাম টেস্ট জিতেও ICC-র শাস্তির মুখে ইংল্য💟ান্ড, কেটে নেওয়া হল WTC পয়েন্ট
রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মনোজের ব্যক্তিগত সংগ্রহ:-
২০০৮-০৯ মরশুম: ৭ ও ১ রান (গোয়ালিয়ার)
২০১১-১২ মরশুম: ২৬৭ রান (কলকাতা)
২০১৪-১৫ মরশুম: ৮ ও ১৪ রান (ইন্দোর)
২০১৫-১৬ মরশুম: ৩ ও ১২৪ রান (মুম্বই)
২০১৬-১৭ মরশুম: ১৫ ও অপরাজিত ৫০ রান (দিল্লি)
২০১৮-১৯ মরশুম: অপরাজিত ২০১ রান (কলকাতা)
২০২১-২২ মরশুম: ৮৪ রান করে ব্যাটিং জারি (আলুর)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।