জয়পুরে রাজস্থানকে দুই উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ ছয় পয়েন💛্ট তুলে নিল বাংলা। সাত ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে আপাতত পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে বাংলা। তবে এই ম্যাচে বাংলার জয়ের নায়ক সম্পূর্ণ ভাবে শাহবাজ আহমেদ। যখন বাংলা কার্যত হারের মুখে, টেলএন্ডারদের সঙ্গে ব্যাটিং করে অপরাজিত 💮৬১ রান করে দলকে জেতালেন তিনি।
প্রথম ইনিংসে ১১৮ রানের লিড পেয়েছিল রাজস্থান। কিন্ত দ্বিতীয় ইনিংসে মাত্র ২০১ রানে অল আউট হয়ে যায় রাজস্থান। তখনই ক্ষীণ সম্ভাবনা তৈরী হয়েছিল, হয়তো ম্যাচে ফিরতে পারবে অরুণ লালের দল। বৃহস্পতিবার আশা জাগিয়ে ওপেনিংয়ে ভালো খেলেন অভিমন্যু ঈশ্বরণ ও কৌশিক ঘোষ। এরা দুজনে আউট হওয়ার পর শূন্যতে প্যাভিলিয়নে ফেরেন মনোজ তেওয়ারি। বাংলার সকল আশা-ভরসা তখন অনুষ্টুপ মজুমদারও শ্রীবত্স গোস্বামীর ওপর। এদিন তণবীর উ﷽ল-হক দুজনকেই আউট করেন।
সপ্তম উইকেট অর্ণব নন্দী যখন ✅আউট হন তখন স্কোর ২৩৭। ৮৩ রান তখনও বাকি। এরপর আকাশ দীপের সঙ্গে প্রায় ৫০ রানের পার্টনারশিপ করেন শাহবাজ। আকাশদীপ আউট হওয়ার পর মুকেশ কুমারের সঙ্গে জুটিতে বাকি রান তুলে নেন শাহবাজ। প্রত্যাশিত ভাবেই ম্যাচের সেরা𓆉 তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
রাজস্থান প্রথম ইনিংস- ২৪১-১০। 𓆏মা𒀰হিপাল- ৫২, মুকেশ কুমার- ৬২ রানে ৬ উইকেট
বাংলা পꦇ্রথম ইনিংস- ১২৩-১০। কৌশিক-৩৮, রিতুরাজ সিং- ৩০ রানে ৪ উইকেট
রাজস্থ༒ান দ্বিতীয় ইনিংস-২০১ অল আউট। বিষ্ণোই-৪৬, নীলকণ্ঠ দাস- ২৬ রানে ৪ উইকেট
বাংলা দ্বিতীয় ইনিংস-ꦐ ৩২০-৮ । শাহবাজ - অপ💮রাজিত ৬১ , রিতুরাজ সিং- ৯৭ রানে ৪ উইকেট
দুই উইকেটে ম্যাচে জয় বাংলার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।