আম্পায়ারদের বহু ভুল সিদ্ধান্তের সাক্ষী রঞ্জি ট্রফি। শুক্রবারও আম্পায়ারꦯের ভুলের শিকার হওয়ার হাত থেকে খুব অল্পের জন্য বাঁচল বাংলা। না হলে কিন্তু মধ্যপ্রদেশের বিরুদ্ধে বেশ বেকায়দায় পড়ে যেতে হত বাংলাকে।
কার্তিকেয়র বলে ডিফ൲েন্ড করেছিলেন ঈশ্বরন। সেটা খুব স্পষ্টতই বাউন্স খেয়ে সিলি পয়েন্টে যায়। কিন্তু ফিল্ডাররা আউটের জন্য তীব্র ভাবে অ্যাপিল করেন। আর সেই অ্যাপিলে সাড়া দিয়ে সফট সিগন্যাল আউট দিয়েছিলেন আম্পায়ার। যদিও পরে রিপ্লেতে দেখা যায়, আউট ছিলেন না ঈশ্বরন। তৃতীয় আম্পায়ারের সৌজন্যে বেঁচে যান বাংলার অধিনায়ক। স্বস্তি পায় বাংলা।
বাংলার রঞ্জির সেমিফাইনাল🅠ের পুরো লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে:
এ দিকে শাহবাজের আগু💎নে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশ ২৮১ রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে ৬৮ রানে এগিয়ে থাকার সুবাদে ৩৪৯ রানের লিড পায় মধ্যপ্রদেশ। জিততে হলে বাংলাকে করতে হবে ৩৫০ রান। দ্বিতীয় ইনিং শাꦰহবাজ নিয়েছেন ৫ উইকেট। প্রদীপ্ত প্রামাণিকের সংগ্রহ ৪ উইকেট।
আরও পড়ুন: ব্যাটের পর বল, পাঁ𓆏চ উইকেট নিয়ে বাংলার আশা জিইয়ে রাখলেন শাহবাজ
তবে বাংলার ব্যাটিং লাইনআপ কিন্তু নড়বড় করছে। হাতে দেড় দিন মতো সময় পেলেও, বাংলার ব্যাটারদের শক্ত হাতে হাল ধরতে হবে। না হলে কিন্তু উলটপুরাণ হতে পারে। উল্টে মধ্যপ্রদেশ ১০ উইকেট তুলে 🅰নিয়ে বাংলাকে সহজেই হারিয়ে দিতে পারে। প্রথম ইনিংসে মনোজ এবং শাহবাজ সেঞ্চুরি করলেও, বাংলার বাকি ব্যাটাররা কিন্তু নজর কাড়তে পারেননি। মাত্র ২৭৩ রানে তাঁরা অল আউট হয়ে গিয়েছিল।
বাংলার দ্বিতীয় ইনিংসের প্রথম ব🌼লেই আবার অভিষেক রামন শূন্য করে সাজঘরে ফিরে গিয়েছেন। শুরജুতেই উইকেট পতন, বাংলার জন্য মোটেও ভালো লক্ষণ নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।