শুভব্রত মুখার্জি:- সোমবার সকালেই একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে।জোর চর্চা হয়েছিল সেই ছবিকে ঘিরে। কোপা ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলার সময়ে পায়ের গোড়ালিতে বাজেভাবে ꦐচোট পান লিওনেল মেসি। তাঁকে ৬৫ মিনিটে বাধ্য হয়ে পরিবর্তন করেন আর্জেন্তিনার ম্যানেজার লিওনেল স্কালোনি। বেঞ্চে বসে বাচ্চাদের মতন হাউহাউ করে কাঁদতে দেখা যায় লিওনেল মেসিকে। পরবর্তীতে একটি ছবি প্রকাশ পায় যেখানে দ𒅌েখা যায় মেসির পায়ের গোড়ালি অঞ্চলটি প্রচন্ড ফুলে গিয়েছে। কলম্বিয়ার ডিফেন্ডারের খারাপ ট্যাকেলের কারণে অনেক মেসি ভক্ত আশঙ্কা করেছেন হয়ত মেসির পা ভেঙে গিয়ে থাকতে পারে। কি অবস্থায় রয়েছে মহাতারকার পা? চোটের গভীরতা ঠিক কতটা? আদৌও কি তাঁর পা ভেঙেছে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।
মহাতারকা নিজেই তাঁর চোটের বিষয়ে আপডেট দিয়েছেন। আপডেট দিয়ে আশ্বস্ত করেছেন তাঁর ভক্তদের। কোপা আমেরিকার ফাইনালে দ্বিতীয়ার্ধে মেসিকে দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে। ফাইনাল চলাকালীন ৩৬ তম মিনিটেই মেসির পায়ে চোট লাগে। পরবর্তীতে ৬৫ মিনিট নাগাদ খোঁড়াতে খোঁড়াতে তাঁকে মাঠ ছাড়তে দেখা যায়। তাঁর দু চোখ বেয়ে জল পড়তে দেখা ꦿযায়। বেঞ্চে বসে ও তাঁর সেই কান্না থামেনি। এরপর দেখা যায় তাঁর♕ পায়ের সেই ফোলা অংশে বরফের প্যাক লাগাতে।মেসির অনুপস্থিতিতে ও লাউতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে পরপর দুবার কোপা আমেরিকা জিতল আর্জেন্তিনা দল। ফাইনাল শেষে নিজের ইন্সটাগ্রাম থেকে নিজের চোটের বিষয়ে আপডেট দিয়েছেন মেসি। কি জানিয়েছেন তিনি!
আরও পড়ুন… কীভাবে US Open 💫2024-এর এন্ট্রি লিস্꧑টে আসল রাফায়েল নাদালের নাম? প্রোটেক্টেড র্যাঙ্কিং কী?
তিনি লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ হয়ে গিয়েছে। আমি প্রথমেই যেটা করতে চাই সেটা হল প্রত্যেককে তাদের মেসেজ এবং শুভেচ্ছা বার্তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি এই মুহূর্তে ভালো রয়েছি। আগের থেকে অনেকটাই ভালো রয়েছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাব।আমি নিশ্চিত কয়েকদিনের মধ্যেই আমি ফের মাঠে ফিরতে পারব সম্পূর্ণ সুস্থ হয়ে। যেটা করতে আমি সবথেকে বেশি ভালোবাসি।’ লিওনেল মেসির গোড়ালির চোট নিয়ে এক সমর্থক লিখেছিলেন, ‘মেসির গোড়ালি পꩵুরো ধ্বংস হয়ে গিয়েছে।’ তারপরেই সামনে আসে মেসির পায়ের গোড়ালির অংশের ওইরকম ফুলে যাওয়া ছবি। তারপরেই সকলে তাদের প্রিয় তারকার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে মঙ্গলবার মেসি নিজের আশ্বস্ত করেছেন তাঁর ভক্তকূলকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।