শুভব্রত মুখার্জি:- ভারতীয় কুস্তির ইতিহাসে অন্যতম তারকা কুস্তিগীর বজরং পুনিয়া। কয𝐆়েকমাস আগেই ভারতীয় কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে যে জোরদার আন্দোলন গড়ে উঠেছিল তা সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন বজরং পুনিয়া। অলিম্পিক গেমসে পদকজয়ী এই ভারতীয় এই কুস্তিগীরকে কয়েকদিন আগে সাসপেন্ড করেছিল জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি অর্থাৎ নাডা। তবে আপাতত বজরংয়েꦜর সেই সাসপেনশন তারা তুলে নিল।
আরও পড়ুন… T20⛄ WC 2024: কামিন্সের লাগেজ চুরি, স্টার্কদের ফ্লাইট দেরি! 𝓰শুরুর আগেই সমস্যায় টিম অস্ট্রেলিয়া
যতদিন পর্যন্ত নাডার তরফে বজরংয়ের বিরুদ্ধে 'নোটিশ অফ চার্জ' অর্থাৎ চার্জশিট ইস্যু করা হচ্ছে না ততদিন পর্যন্ত এই সাসপেনশনের আওতায় থাকবেন না বজরং পুনিয়া। বিষয়টি নাডার তরফে নিশ্চিত করা হয়েছে। বিসখেকে অꩲনুষ্ঠিত হয়েছিল এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্স। তার আগে জাতীয় পর্যায়ে পুরুষদের একটি ট্রায়াল অনুষ্ঠিত হয়। ১০ মা👍র্চ সোনপতে অনুষ্ঠিত হয়েছিল এই আসর।
আরও পড়ুন… ভিডিয়ো: দেখেছেন কি কোহলির বিশেষ নিরাপত্তা! ♋কাছে আসা তো দূর, দেখতে পাওয়াটাও বিরাট কঠিন হবে
এই সিলেকশন ট্রায়াল হয়ে যাওয়ার পরে ডোপ টেস্টের জন্য পুনিয়ার কাছে তাঁর মূত্রের নমুনা চাওয়া হয়। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করে দেন। এরপরেই নাডার শাস্ꦺতির কোপে পড়েন তিনি। ২৩ এপ্রিল টোকিয়ো অলিম্পিক গেমসের ব্রোঞ্জজয়ী তারকাকে সাসপেন্ড করে নাডা।এরপর বিশ্ব পর্যায়ে ওয়াডার নিষেধাজ্ঞার কবলে ও পড়তে হ🔥য় বজরং পুনিয়াকে। বজরং পুনিয়া সিলেকশন ট্রায়ালে হেরে যাওয়ার পরে তাঁর মূত্রের নমুনা না দিয়েই ভেন্যু ছেড়ে চলে যান।
আরও পড়ুন… T2🌜0 WC 2024: ঋষভ পন্তকে কি তিন নম্বরে খেলাবে টিম ইন্ডিয়া? দল নিয়ে মুখ খুললেন রোহিত♎ শর্মা
পরবর্তীতে তিনি ৩-৪ নম্বর স্থানের যে লড়াই সেই লড়াইতে ও মাঠে নামেননি। এরপর নিজের আইনজীবীদের মাধ্যমে বজরং পুনিয়া নাডাকে চিঠি দেন।যেখানে বলা হয় পুনিয়া তাঁর মূত্রের নমুনা দিতে চাননি ব্যাপারটা মোটেও ঠিক নয়। তবে তিনি নাডার কাছে জানতে চান যে ২০২৩ সালের ডিসেম্বরে এক্সপায়ারড ডোপিং কিট নিয়ে তাঁর যে অভিযোগ ছিল সেই বিষয়ে নাডা কেন এখনো জবাব দেয়নি? এরপর নাডার হিয়ারিং প্যানেল নাডাকে পরামর্শ দেয় আগে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের বিষয়টি শুনতে হবে।তারপর সিদ্ধান্ত নিয়ে তাঁর বিরুদ্ধে 'নোটিশ অফ চার্জ' অথবা চার্জশিট দিতে হবে তারপরেই সাসপেনশনꦦ বলবৎ রাখা যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।