শুভব্রত মুখার্জি:- আমেরিকা যুক্তরাষ্ট্রে বছরের শেষ গ্রান্ড স্ল্যামে পুরুষদের ডাবলসে খেলতে নেমেছিলেন ভারতের তারকা ডাবলস খেলোয়াড় রোহন বোপান্না। অলিম্পিক গেমসের ব্যর্থতার পরে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের হয়ে খেলা থেকে অবসর নেন রোহন বোপান্না। তাঁর ভক্তদের আশা ছিল তিনি ইউএস ওপেনে ভালো কিছু করতে পারবেন।তবে ৪৩ বছর বয়সী বোপান্না হতাশ করলেন তাঁর ভক্তদের। ম্যাথু এবডেনকে সঙ্গী করে এবারের ইউএস ওপেনে খেলতে নেমেছিলেন তিনি। তবে রবিবারের রাতের ম্যাচে তারা হেরে গেলেন।হেরে ছিটকে গেলেন ইউএস🔯 ওপেন থেকে। তাদের হারতে হল আর্জেন্তিনার জুটির কাছে। ম্যাক্সিমো গঞ্জালেস,আন্দ্রেস মোলতেনি জুটির কাছে তাদের হারতে হল স্ট্রেট সেটে।
চলতি ইউএস ওপেনে ১৬ তম বাছাই এই আর্জেন্তিনীয় জুটি। তౠাদের কাছে স্ট্রেট সেটে হারতে হল ইন্দো-অজি জুটিকে। ম্যাচে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি রোহন বোপান্না - ম্যাথু এবডেন জুটি। দ্বিতীয় সেটে তাঁরা কিছুটা লড়াই করলেও হার এড়াতে পারেননি। খেলার ফল রোহন বোপান্নাদের বিপক্ষে ৬-১,৭-৫। ফলে তৃতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল ভারতীয় এবং অস্ট্রেলিয় জুটির চ্যালেঞ্জ।বোপান্নারা হেরে যাওয়ার ফলে পুরুষ ডাবলসে শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ।এদিন নিজেদের সার্ভ ধরে রাখতে বারবার সমস্যায় পড়তে হয়েছিল এই ইন্দো-অজি জুটিকে। সেই সুবিধাই এদিন নেন আর্জেন্তিনার জুটি
এদিন মাত্র ৬৬ মিনিটের লড়াইতে হার স্বীকার করেন রোহন বোপান্নারা। ঘটনাচক্রে এটা বলা যায় যে ღএই বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে নজির গড়েছিলেন রোহন বোপান্না। তিনি সবথেকে বয়স্ক ক্রীড়িবিদ হিসেবে গ্রান্ড স্ল্যাম ডাবলস জয়ের নজির গড়েন। রোহন বোপান্না যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে আর ভারতের হয়ে খেলবেন না ফলে ভারতের আসন্ন ডেভিস কাপ টাইতে তিনি খেলবেন না। তবে তিনি আগামী বছর টেনিস সার্কিটে ফিরবেন কিনꦇ তা নিশ্চিত নয়।
আরও পড়ুন-ব্যাডমিন্টনে এল পঞ্চম💫 পদক! ব্রোঞ্জ জিতলেন ১৯ বছর বয়সী নিত্যা…নিলেন মধুর প্রতিশোধ…
ফলে ২০২৫ সালে নিজের অস্ট্রেলিয়ান ওপেনের জেতা ট্রফি ধরে রাখতে লড়াই করবেন কিনা ত𒊎া অনিশ্চিত । প্রসঙ্গত চলতি ইউএস ওপেনের সিঙ্গেলস বিভাগ থেকে ইতিমধ্যেই হেরে ছিটকে গিয়েছেন সুমিত নাগাল। যুকি ভাম্ব্রির সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডাবলসে খেলতে নেমেছিলেন শ্রীরাম বালাজিও।তবে তাঁরাও ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। ফলে ইউএস ওপেনে শেষ হয়ে গিয়েছে ভারতের চ্যালেঞ্জ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।