মরশুমের শেষ রেসের একেবারে শেষ ল্যাপে এসে হ্যামিল্টনকে টপকে ফর্মুলা ওয়ানের নতুন বিশ্বচ্যাম্পিয়ন হলে🍬ন রেড বুলের ম্যাক্স ভারস্ট্যাপেন। শেষ 🃏ল্যাপে পিছিয়ে না পড়লে ফের বিশ্বচ্যাম্পিয়ন হতেন মার্সিডিজের লুইস হ্যামিল্টন।
আবু ধাবি গ্রাঁ-প্রি'র এমন নাটকীয় শেষ ল্যাপে চালকদের বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের বিষয়টিকে ক্রিকেটের পরিভ🔯াষায় বর্ণনা করলেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার সীমিত ওভারের ক্যাপ্টেন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন যে, শেষ বলে জয়ের জন্য ৬ রান দরকার ছিল। ম্যাক্স ভারস্ট্যাপেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন।
এমন রুদ্ধশ্বাস রেস দেখে রোহিত টুইট করেন, ‘১ বলে ৬ দরকার। অনুমান করুন কী হল, ম্যাক্স ভারস্ট্যাপেন ছক্কা মেরে দಞেয়। অবিশ্বাস্য জয়।’
সচিন তেন্ডুলকরকেও এমন দুরন্ত রেসের পর আপ্লুত দেখায়। তেন্ডুলকর যদিও এক্ষেত্রে হ্🔯যামিল্টনের প্রত✅ি সহানুভূতি প্রকাশ করেন। মাস্টার ব্লাস্টার দাবি করেন, সেফটি কারের জন্যই এবার হ্যামিল্টনের চ্যাম্পিয়নশিপ জেতা হল না।
সচিন টুইট করেন, ‘কী অসাধারণ রেস! প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ম্যাক্সকে অভিনন্দন। নিশ্চিত আরও খেতাব আসেব। যাই হোক, লুইসের জন্য খারাপ লাগছে। ওর মরশুমটাও দারুণ কাটল। সেফট꧂ি কার না থাকলে ট্রফিটা ওর হাতেই উঠত। ন☂িছক দুর্ভাগ্য। পরের মরশুমের জন্য শুভকামনা রইল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।