৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে প্রথম টেস্ট শুরুর আগেই ভারত অধিনায়ক রোহিত শর্মার টুইট নিয়ে রীতিমতো আলোড়ন ক্রিকেট মহলে। একাধিক হেঁয়ালিপূর্ণ, রহস্যময় সব টুইট করেছেন হিটম্যান। এবং সেই টুইট হুহু করে ভাইরাল। বꩲিষয়টি নিয়ে তাঁর ভক্তরা উদ্বেগও প্রকাশ করেছেন। অনেকেই ভাবছেন, অধিনায়কের টুইটার অ্যাকাউন্ট নির্ঘাত হ্যাক হয়েছে। আবার অনেকের মতে, এটা কোনও বিজ্ঞাপনী প্রচারও হতে পারে।
রোহিত একটি টুইটে লিখেছ🐎েন, ‘আমি কয়েন টস পছন্দ করি...বিশেষ করে যখন সেগুলি আমার পেটে এসে ܫথামে!’
অন্যটিতে আবার ꧟লিখেছেন, ‘বাজজ🍸…তোমরা জানো? গুনগুন করা মৌচাক ভালো বক্সিং ব্যাগ!’
আরও একটি টဣুইটে লেখা, ‘ক্রিকেট বল খাদ্যযোগ্য… রাইট?’
হঠাৎ এ꧟মন হেঁয়ালিপূর্ণꦇ টুইট করার কারণ কী? রোহিত শর্মার টুইটার অ্যাকাউন্ট থেকে এমন সব আজব টুইট করা হয়েছে কয়েক ঘণ্টার ব্যবধানে। এই টুইটগুলো সুস্থ মস্তিষ্কে করা অসম্ভব বলে মনে করছেন হিটম্যানের ভক্তরা। তাঁরা পাল্টা টুইট করেও বিষয়টি কী জানতে চেয়েছে।
হতবাক হয়েছে যুজবেন্দ্র চাহালও। তিনি পাল্টা টুইট করে জানতে চেয়েছেন, ‘🍃ভাইয়া? কী হয়েছে, সব ঠিক আছ⭕ে তো?’ আবাক হয়ে টুইট করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলেও।
এমনিতেই প্রথম বার পূর্ণ অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টে নেতৃত্ব দিতে নামবেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বিশ্রি হারের পর ভারত ফের টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই টেস্টে ✃সাফল্য এনে দেওয়াটা বড় চ্যালেঞ্জ হিটম্যানের কাছে। তার ঠিক আগেই এই টুইট বিতর্ক শুরু হয়ে গেল! যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে এখন একেবারে হইহই ব্যাপার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।