শুভব্রত মুখার্জি: টেস্ট সিরিজে দক্ষিণ আফ্ꦡরিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে বিপর্যস্ত হতে হয়েছিল। এরপরেই T20I সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম ম্যাচেই কার্যত অঘটন ঘটিয়ে ফেলল রভম্যান পাওয়েল বাহিনী। খাতায় কলমে শক্তিধর দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশের মাটিতেই এক শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে দি✅ল তারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তিন উইকেটের এক শ্বাস রুদ্ধকর জয় ছিনিয়ে নিল ক্যারিবিয়ানরা।
আরও পড়ুন… সূর্যক🃏ে পিছিয়ে কেন এগিয়ে আনা হয়েছিল অক্ষরকে? রোহিতের 💎সমালোচকদের অশ্বিনের জবাব
এ দিন বৃষ্টির কারণে ম্যাচের ওভার সংখ্যা কমানো হয়। ১১ ওভারের ম্যাচে এ দিন রানের বন্যার সাক্ষী থাকে দর্শকরা। প্রথমে ব্যাট করে ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান করে প্রোটিয়ারা। এ দিন শুরুটা খুব একটা ভালো হয়নি প্রোটিয়াদে♉র। প্রথম বলেই আউট হয়ে যান কুইন্টন ডি'কক । একটা সময়ে ৫৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল প্রোটিয়া বাহিনী। এর পরে কার্যত ব্যাট হাতে ম্যাচের রঙ বদলে দেন ডেভিড মিলার। ২২ বলে ৪৮ রানের এক দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন রিজা হেনড্রিক্স। ১২ বলে ২১ রান করেন তিনি। ইনিংসের শেষ দিকে সিসান্ডা মাগালার ৫ বলে ১৮ রানে𒐪র ইনিংসে ভর করে ১৩১ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা দল। ক্যারিবিয়ানদের হয়ে শেল্ডন কটরেল এবং ওডিওন স্মিথ দুটি করে উইকেট নেন।
আরও পড়ুন… প্লেয়াররা চেষ্টা করে, ব্য𒅌র্থ হলে খুব বেশি সমালোচনা করবেন না- WPL দেখতে এসে নীরজের আর্জি
রান তাড়া করতে নেমཧে ক্যারিবিয়ানদের হয়ে শুরুটা দুরন্ত করেন ওপেনার ব্রেন্ডন কিং। মাত্র ৮ বলে ২৩ রান করেন তিনি। জনসন চার্লস করেন ২৮ রান। তবে একটা সময়ে নিকোলাস পুরান,কাইল মেয়ার্স,ব্রেন্ডন কিং এবং জনসন চার্লসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। সে𒆙খান থেকে ১৮ বলে ৪৩ রানের অপরাজিত অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। হাতে তিন বল এবং তিন উইকেট রেখে সেঞ্চুরিয়নে এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নেন রভম্যান পাওয়েলরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থ☂েকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।