প্র্যাকটিসের মাঝে হঠাৎই চোখ ধাঁধিয়ে বিদ্যুতের ঝলকানি। ঘোর কাটার পর কোচ দেখেন মুখ থুবড়ে পড়ে রয়েছেন দলের এক ফꦬুটবলার। দৌড়ে গিয়ে বছর ষোলোর গোলকিপারকে তোলার চেষ্টা করতেই দেখেন পুড়ে গিয়েছে জার্সি। ঝলসে গিয়েছে চামড়া।
ইভান জাবোরোভস্কিকে যখন হাস🥃পাতালে নিয়ে যাওয়া হয়, তাঁর বেঁচে ফেরার আশা করেননি কেউই। সাক্ষাৎ মৃত্যুক🌌ে সামনে থেকে দেখা কিশোর ফুটবলার শুধু সুস্থ হয়েই ওঠেননি, সকলকে অবাক করে ইতিমধ্যে মাঠেও ফিরেছেন।
গত ৪▨ জুলাই মস্কোয় ঘটে এই দুর্ঘটনা। এফসি জামিয়া ট্রুডার যুব দল অনুশীলেন করছিল স্টেডিয়ামে। ভিডিও ফুটেজে দেখা যায় কালো মেঘে ঢাকা আকাশের বুক চিরে বিদ্যুৎ এসে পড়ে ঠিক সেখানেই, যেখানে ইভান দাঁড়িয়েছিলেন। সঙ্গে সঙ্𒀰গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
কোচ অ্যান্তন বাসোভ দেখেন মুখ থুবড়ে মাঠে পড়ে রয়েছেন ইভান। কাছে গিয়ে তাঁকে চিৎ করতেই কার্যত আঁতকে ওঠেন তিনি। বিদ্যুতের ঝলকানিতে পুড়ে গিয়েছে জার্সি। ইভানের চামড়ার বেশ কিছু জায়গা ঝ🐭লসে গিয়েছে।
কোচের প্রাথমিক চিকিৎসার পরে ইভানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোটের গ𒁏ুরুত্ব বুঝে তাঁকে অচেতন রাখার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। তিন সপ্তাহেরও কম সময়ে সুস্থ হয়ে সেই ইভানই ফ💟িরে এলেন মাঠে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে অলৌকিক বলেই মনে হচ্ছে রাশিয়ান ফুটবলমহলের।
এমন ভ♏য়াবহ দুর্ঘটনার চিহ্ন বলতে বুকে পোড়া দাগ রয়ে গিয়েছে ইভানের। দুর্ঘটনার প্রসঙ্গে তাঁর শুধু এটুকুই মনে আছে যে, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল প্রꦡায়। আর কিছুই মনে করতে পারছেন না। মনে করতে চানও না।
সুস্থ হয়ে উঠেই খুশির খবর পেয়✤েছেন জাবোরোভস্কি। তাঁর দল মঙ্গলবারই তাঁকে সিনিয়র টিমে সই করিয়েছে। এটা অবশ্য আগে থেকেই পরিকল্পনায় ছিল রাশিয়ার তৃতীয় ডিভিশনে খেলা ক্লাব এফসি জামিয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।