নানা তর্ক-বඣিতর্কের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে প্রোটিয়াভূমে বাংলাদেশের সঙ্গে উড়ে গিয়েছিলেন শাকিব আল হাসান। প্রথম ওয়ান ডেতে দুরন্ত অর্ধশতরান করে ম্যাচ সেরাও হয়েছিলেন। তবে সিরিজের মাঝপথেই বিপদ সঙ্কট, শাকিবের তিন সন্তান, মা ও শ্বাশুড়ি একসঙ্গে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর জেরেই ওয়ান ডে সিরিজের পরেই দেশে ফিরে আসতে চলেছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার। তবে যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে আরও আগেই বাংলাদেশে ফিরবেন শাকিব। এই বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধান জালাল ইউনুস জানান, ‘ও পরিবার একটা বিপদের সম্মুখীন হয়েছে। মানসিকভাবে শাকিব বিধ্বস্ত। তবে তা সত্ত্বেও, খুব গুরুতর কিছু না হলে শাকিব তৃতীয় ওয়ান ౠডে খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’
শাকিবের ⛦এমন অবস্থায় বাংলাদেশ তারকা যা সিদ্ধান্ত নেবেন, বোর্ড তাঁর পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন ইউনুস। ‘এখানে বিসিবি বা অন্য কারুর কোনও সিদ্ধান্ত নেওয়ার কোনও প্রশ্নই আসছে না। শাকিব এমন পরিস্থিতিতে যা সিদ্ধান্ত নেবে, বোর্ড তাতে ওর পাশে থাকবে।’ জানান তিনি। বর্তমানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ১-১ সমতায় রয়েছে। ২৩ মার্চ তৃতীয় ওয়ান ডে খেলতে নামবে দুই দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।