আইসিসির প্লেয়ার অফ দ্য মনথের খেতাব জিতলেন সন্দীপ লামিছানে। তিনি সেপ্টেম্ব༒রের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। মেয়েদের বিভাগে এই পুরস্কার উঠেছে হেথার নাইটের হাতে।
ছেলদের বিভাগে পুরস্কারের লড়াইয়ে ছিলেন ছয় ছক্🍌কꦍায় যুবরাজদের রেকর্ড ছোঁয়া জসকরন মালহোত্রা এবং বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। শেষেমেশ দুই তারকাকে টপকে পুরস্কার জেতেন নেপালের তরুণ স্পিনার।
মেয়েদের বিভাগে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছেন ইংল্যান্ড দলে নাইটের সতীর্থ চার্লি ডিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লি। তবে বাকি দুই তারকাকে পিছনে ফেলে বাজিম൩াত করেন নাইট।
লামিছানে সেপ্টেম্বরে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ৬টি ওয়ান ডে ম্যাচে ১৮টি উইকেট নেন। ▨নাইট নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৪২.৮০ গড়ে ২১৪ রান সংগ্রহ করেন এবং ৩টি উইকেট নেন।
উল্লেখ্য, লামিছানের প্রতিদ্বন্দ্বী নাসুম ছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে বাংলাদেশের স্টার পারফর্ম্যার। সিরিজে ৮ট𝓡ি উইকেট নেন তিনি। অন্যদিকে, জসকরন পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে অপরাজিত ১৭৩ রা🅺নের ঝকঝকে ইনিংস খেলেন। তিনি চতুর্থ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।