আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া লিগ, ব্যাট হাতে ঝড় তোলা শাহিদ আফ্রিদির কাছে নিতান্ত সাধারণ বিষয়। পাক অল-রাউন্ডারের সঙ্গে যদি কারও নামের মিল থাকে, তবে বুমবুম আফ্রিদির মান রাখতেই তাঁকে অনুকরণ করা তাঁর পক্ষে অনিবার্য। এক্ষেত্রেও ঠিক তাই দেখ♔া গেল। প্রাক্ত🅺ন পাক অধিনায়কের পদাঙ্ক অনুসরণ করলেন ক্রিকেট বিশ্বের নতুন আবিষ্কার শাহিদ আফ্রিদি।
ইউরোপীয়ান ক্রিকেট সিরিজের টি-১০ লিগে পাক তারকার ঢংয়েই ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেন শাহিদ আফ্রিদি (জুনিয়র)। ⛦এমএসসি ফ্রাঙ্কফুর্টের হয়ে মাঠে নামেন তিনি। ভিএফবি গেলসেঙ্কির্চেনের বিরুদ্ধে মাত্র ১৬ বলে ৫৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন ফ্রাঙ্কফুর্টের অন্যতম সেরা তারকা। উল্লেখযোগ্য বিষয় হল, নাম একই হলেও পাক তারকার সঙ্গে জার্মানির এই ক্লাব ক্রিকেটারের কোনও রকম ব্যক্তিগত 🥃সম্পর্ক নেই।
আগ্রাসী ইনিংসে মোট ৫টি চার ও ৫টি ছক্কা মারেন শাহিদ আফ্রিদি জুনিয়র। শেষে আরফান🅘 মালিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর দল নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট🃏ের বিনিময়ে ১১৬ রান তোলে।
জবাবে ব্যাট ক𒁏রতে নেমে ভিএফবি গেলসেঙ্কির্চেন ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৮০ রানে আটকে যায়। স্বপ্নিল বরহদে ২১ বলে ৩৮ রান করেন। ৩৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে ফ𝔉্রাঙ্কফুর্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।