লর্ডসে চলছে দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা। ম্যাচ যত গড়াচ্ছে ততই উত্তাপ বাড়ছে। দুই দলের আগুনে বোলিংয়ের কাছে কার্যত চাপেই পড়ে যাচ্꧃ছে ব্যাটাররা। দুই দেশের প্রাক্তনদের মধ্যেও শুরু হয়েছে বাক যুদ্ধ। পঞ্চম দিনে যা পরিস্থিতি দুই দলই জিততে পারে। তবে অনেকটাই এগিয়ে রয়েছে অজিরা। যদিও এদিনের শুরুতে দুই দলই একই জায়গায় অবস্থান করছিল। কিন্তু খেলা শুরু হতেই পরিস্থিতি বদলেছে, চাপ বেড়েছে ইংল্যা💧ন্ডদেরও।
এমনিতেই ঘরের মাটিতে সিরিজের প্রথম ম্যাচ হেরে বেশ চাপেই রয়েছে ইংল্যান্ড শিবির। তারপর অ্যাশেজ বলে কথা। ফলে দ্বিতীয় টেস্টে জয়ের রাস্তা ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে বেন স্টোকসের দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেওর ভুলে উইকেট ছুড়ে দিয়ে চলে এলেন জনি বেয়ারস্টো। বলা ভালো অ্যালেক্স ক্যারি কার্যত বোকা বানিয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিলেন।
ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের ৫১.৬ ওভারের মাথায়। ক্যামেরন গ্রিনের বল বাউন্স করে অ্যালেক্স ক্যারির হাতে চলে যায়। বলটি ব্যাটে লাগাতে পারেননি বেয়াস্টো। কোনও কিছু বুঝে ওঠার আগেই ক্রিজ ছেড়ে বেড়িয়ে যেতে থাকেন বেয়ারস্টো। কারণ সেটি ওভারে๊র একেবারে শেষ বল ছিল। অপর প্রান্তে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে এগিয়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তেই অ্যালেক্স ক্যারি বলটি উইকেটের দিকে ছুঁড়ে দেন। এবং সেই বলটি উইকেটেও লাগে।
ঠিক তখনই আউটের জন্য আবেদন করতে থাকেন অজি ক্রিকেটাররা। মাঠে থাকা আম্পায়াররাও চমকে যান। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। ততক্ষণে সেলিব্রেশন মুডে চলে গিয়েছে অজি ক্রিকেটাররা। মাঠে থাকা আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। তৃতীয় আম্পায়ার রান আউট হিসাবে ঘেꦍাষণা করেন। এমন ভাবে আউট হওয়ায় কিছুটা হলেও অবাক হয়ে যান বেয়ারস্টো সহ গোটা ইংল্যান্ড দল। ইংল্যান্ডের এই ক্রিকেটার ২২ বলে করেন মাত্র ১০ রান।
আর এই আউট হওয়ꦓার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, অজি ক্রিকেটারদের নীতি নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করে দিয়েছে। এমন ঘটনা যে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এই প্রথম ঘটেছে তা একেবারেই 😼নয়। অনেকবার এমন ঘটনার জন্য সমালোচিত হতে হয়েছে অজিদের। ফের একবার বিতর্ক তৈরি করলেন অ্যালেক্স ক্যারিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।