শুভব্রত মুখার্জি
ভারতীয় স্কোয়াশের জন্য শনিবার লেখা থাকবে স্বর্ণাক্ষরে। সৌরভ ঘোষালের হাত ধরে স্কোয়াশের কোর্টে ইতিহাস গড়ে ফেলল 🍬ভারত। মালয়েশিয়া ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি। তাঁর হাত ধরেই ভারত প্রথমবার মালয়েশিয়ান স্কোয়াশ প্রতিযোগিতা জিতল♍েন কোনও ভারতীয় খেলোয়াড়।
শনিবার ৩৫ বছরের সৌরভ ঘোষাল ফাইনালে হারান কলম্বিয়ার প্রতিপক্ষকে মিগুয়েল রডরিগেজকে। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই এဣবং বিশ্বের ক্রমতাল♛িকায় ১৫ নম্বরে থাকা সৌরভ মিগুয়েলের (বিশ্ব ক্রমতালিকায় ১২ নম্বরে আছেন) বিরুদ্ধে জিতলেন ১১-৭, ১১-৮ এবং ১৩-১১ ফলে। প্রতিযোগিতার শীর্ষ বাছাইকে হারাতে ৫৫ মিনিট নেন সৌরভ।
প্রসঙ্গত, গত তিন বছরে এটি সৌরভের প্রথম পিএসএ টুর্নামেন্ট জয়। ২০১৮ সালে তিনি শেষবার কলকাতা ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার প্রথম ভারতীয় হিসেবে মালয়েশিয়ান ওপেন জেতারও নজির গড꧂়লেন তিনি। ১৯৮১ সালে ভুবনেশ্বরী কুমারী মালয়েশ🎀িয়ান ওপেনে রানার্স-আপ হয়েছিলেন। ২০০৩ সালে সৌরভ ফাইনালে উঠেও শেষ ধাপ পার করতে পারেননি। ফাইনালে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন।
সেই ঐতিহাসিক জয়ের পর সৌরভ জানান,꧟ ফাইনালে লড়াই হয়েছে একেবারে হাড্ডাহাড্ডি। দ্বিতীয় ও তৃতীয় গেমে জোরদার লড়াই হয়েছে। সেভাবে জিতে ভালো লাগছে। কঠোর পরিশ্রমের ফল মিলল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।