শূন্য রানে আউ꧋ট হয়েও যে রেকর্ড গড়া যায়, দেখিয়ে দিলেন যুযুধান দু'দলের ক্যাপ্টেন। মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২টি পূর্ণ সদস্য দেশের সম্মুখসমরে এমন নজির আর একটিও নেই।
কলম্বোয় শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ট🐲ি-২০ সিরিজের প্রথম ম্যাচে দুই ক্যাপ্টেন চামারি আতাপাত্তু ও সোফি ডিভাইন খাতা🌄 খুলতে পারেননি। তাঁরা শূন্য রানে আউট হয়ে আক্ষরিক অর্থেই ইতিহাস গড়েন। আসলে মেয়েদের টি-২০ ক্রিকেটে পূর্ণ সদস্য ২টি দেশের মুখোমুখি লড়াইয়ে দু'দলের ক্যাপ্টেনের শূন্য রানে আউট হওয়া এই প্রথম।
নিউজিল্যান্ডের মহিলা দলকে প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে হারিয়ে দেওয়ার পরে টি-২০ সিরিজের শুরুটা মনে রাখার মতো হ𒁏য়নি শ্রীলঙ্কার। ক্যাপ্টেন আতাপাত্তু ব্যর্থ হতেই জারিজুরি শেষ হয়ে যায় দ্বীপরাষ্ট্রের। তারা প্রথম ম্যাচে ৫ উইকেটে পরাজিত হয় হোয়াইট ফার্নসের কাছে।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভার🐲ে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১০৬ রান সংগ্রহ করে। ꦅম্যাচের প্রথম বলেই আউট হন ক্যাপ্টেন চামারি। দলের হয়ে সব থেকে বেশি ২৬ রান করেন অপর ওপেনার বিষ্মি গুণরত্নে।
এছাড়া হর্ষিতা সমরাবিক্রমে ১২, নীলাক্ষি ডি'সিলভা ১২, কবিশা দিলহারি ১০, অনুষ্কা 🦩সঞ্জীবন🐭ী ১৮ ও ওশাদি রণসিংহে ১৮ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন ইডেন কার্সন, লেই ক্যাসপারেক ও অ্যামেলিয়া কের। ১টি উইকেট নেন সুজি বেটস। শ্রীলঙ্কার ২ জন ব্যাটার রান-আউট হয়ে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ড মোট ৮ জন বোলারকে ব্যবহার করে। উইকেট পাননি লি তাহুহু, হ্যানা রউই, সোফি ডিভাইন ও ব্রুক হলিডে।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মেয়েরা ধীরে সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৮.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০৭ 🐼রান তুলে ম্যাচ জেতে তারা। ওপেন ༒করতে নেমে সুজি বেটস দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন। ৪৭ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৩৪ রান করেন অ্যামেলিয়া কের। জর্জিয়া প্লিমার ১৮ বলে ১৬ রান করে নট-আউট থাকেন। ৫ রান করে আউট হন ম্যাডি গ্রিন।
শౠ্রীলঙ্কার হয়ে ১৭ রানে ৩টি উইকেট নেন ইনোশি প্রিয়দর্শিনী। ১টি করে উইকেট নেন উদেশিকা প্রবোধনী ও কবিশা দিলহারি। ꧟ম্যাচের সেরার পুরস্কার জেতেন সুজি বেটস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।