শুভব্রত মুখার্জি: সা🅰মনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগেই বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীধরন শ্রীরাম। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও ভালো পারফরম্যান্স করতে পারেননি শাকিবরা। এমন আবহে দাঁড়িয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ম্যাচ জিততে পারফর্মার নয় 'ইমপ্যাক্ট' ক্রিকেটারে বেশি গুরুত্ব শ্রীধরন শ্রীরামের। আসন্ন বিশ্বকাপের বাংলাদেশ দলের ঘোষণা করা হয়েছে। সেই অনুষ্ঠানেই ঢাকাতে এই মন্তব্য করেছেন শ্রীরাম।
শ্রীরাম জানিয়েছেন 'আমি যেটা চাইছি তা হল ইমপ্যাক্ট, পারফরম্যান্স নয়। বাংলাদেশ ম্যাচ তখন জিতবে যখন ৭-৮ জন ক্রিকেটার ম্যাচে ইমপ্যাক্ট ফেলবে। আমার কাছে ইমপ্যাক্ট মানে হল ১৭-১৮ বলে ৩০-২৫ রান করা। এর একটা ছোট্ট উদাহরণ হল এশিয়া কাপে যে ওভারটায় মাহমুদুল্লাহ আউট হয় ওই ওভারেই হাসারাঙ্গাকে আক্রমণ করে খেলেন মোসাদ্দেক। এটাই হল ইমপ্যাক্ট। টি-২০ তে পারফরম্যান্স বিষয়টি অতিরঞ্জিত করা হয়। একটা🅺 দল ভালো পারফরম্যান্স করেও হারতে পারে টি-২০ ফর্ম্যাটে। তবে ইমপ্যাক্ট যদি বেশি হয় তবে বেশি ম্যাচ জেতার ও সুযোগ থাকে।'
তিনি আরও যোগ করেন, 'আমরা ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আরও বেশি করে জিততে চাই। টি-২০ তে বাংলাদেশ বেশ কিছু ক্লোজ ম্যাচে হেরেছে। এই ম্যাচগুলোর অর্ধেক ম্যাচ জিততে পারলেও আমাদের ওভারঅল পারফরম্যান্স অনেক ভালো হত। আমি একটা বিষয় বুঝতে খুব মুখিয়ে সেটা হল কেন এই ক্লোজ ম্যাচগুলো আমরা হারছি। গুরুত্বপূর্ণ মুহূর্তের গুরুত্ব বোঝাটা খুব দরকার। ছোট ছোট মুহূর্ত জিততে পারলেই রেজাল্ট আসবে। হতে পারে কোনও সময় স্কিল, কোনও সময় পরিকল্পনার বাস্তবায়ন, কোনও সময় মানসিক বাধার কারণে এই ম্যাচগুলো আমরা হারছি। ওই সময়টায় ওরা কি ভাবছে সেটা জানাটা গুরুত্বপূর্ণ। দলের লিডারশিপ গ্রপের সঙ্গে এই বিষয়টায় আলোচনไা নিরন্তর চলাটা গুরুত্বপূর্ণ। এক এক𝐆 জন করে অথবা গ্রুপেও বিষয়টা জরুরি।'
বিশ্বকাপের দলে কারা তারকা হয়ে উঠতে পারেন সেই নিয়ে বলতে গিয়ে শ্রীরাম জানিয়েছেন 'লিটন দাস একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার। নুরুলের নিজের খেলার প্রতি সম্যক ধারণা রয়েছে। ইয়াসিরকে আরও বেশি করে দেখতে আমি আগ্রহী। টি-২০ দল হিসেবে যে পাওয়ার হিটারের অভাব রয়েছে বাংলাদেশের সেটা পূরণ 🎀করতে পারে ও (ইয়াসির)। ও সহজেই শট মেরে বাউন্ডারি পার করতে পারে। আমি মনে করি রাব্বি একজন খুব প্রতিভাবান 𝐆নবীন তারকা।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।