নতুন নজির গড়ে ফেললেন লুই সুয়ারেজ। স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসিকে। বর্ণময় কেরিয়ারে দেশ এবং ক্লাবের জার্সিতে ৫০০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। বিশ্বের পাঁচ নম্বর নম্বর প্লেয়ার হিসেবে প্রবেশ করলেন এলিট💧 ক্লাবে। রোনাল্ডো, মেসি ছাড়াও এই কৃতিত্ব রয়েছে জ্লাটান ইব্রাহিমোভিচ এবং রবার্ট লেওয়ানডস্কির। উরুগুয়ের প্রথম ফুটবলার হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন সুয়ারেজ।
এই মরসুমে দুরন্ত ছন্দে রয়েছেন সুয়ারেজ। আটলেটিকো মাদ্রিদের হয়ে একের পর এক ফুল ফুটꦇিয়ে চলেছেন তিনি। লা লিগায় ইতিমধ্যেই ১৯ গোল করে ফেলেছেন। সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে প্রাক্তন সতীর্থ মেসির সঙ্গে একই সারিতে রয়েছেন। সেౠই সঙ্গে সুয়ারেজের হাত ধরে এই মুহূর্তে লা লিগার শীর্ষে রয়েছে আটলেটিকো।
রবিবার আলাভেসের বিরুদ্ধে সুয়ারেজের একমাত্র গোল জয় ছিনিয়ে নেয় এটিএম। আলাভেসকে হারানোর পাশাপাশি ফুটবল জীবনে বড় মাইলস্টোন ছুঁয়ে ফেললেন উরুগুয়ের তারকা ফুটবলার। পরিসংখ্যান বলছে, এই ৫০০ গোলের মধ্যে সুয়ারেজ সবচেয়ে বেশি সফল মেসির ক্লাবের জার্সিতে। বার্সেলোনার হয়ে ১৯৮টি গোল রয়েছে তাঁর। স্প্যানিশ জায়ান্টদের হয়ে চারটি ঘরোয়া লিগ ছাড়াও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সুয়ারে🌠জ। নেদারল্যান্ডের আয়াক্সের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ১১১টি গোল রয়েছে সুয়ারেজের। লিভারপুলের জার্সিতে রয়েছ♐ে ৮২টি গোল।
আটলেটিকোর জার্সিতে এখনও পর্যন্ত ১৯টি গোল রয়েছে সুয়ারেজের। জাতীয় দলের হয়ে করেছেন ৬৩টি গোল। ফুটবল জীবনের একেবারে 🌠শুরুতে উরুগুয়ের নেসিওনালের হয়ে ১২টি এবং নেদারল্যান্ডসের গ্রোনিনজেনের হয়ে ১৫টি গোল রয়েছে এটিএম তারকার।
এ দিনের জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার এক নম্বর জায়ไগাই ধরে রাখলেন আটলেটিকো মাদ্রিদ। লিগের আরও ১০টি ম্যাচ খেলতে হবে সুয়ারেজদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।