শুভব্রত মুখার্জি: দক্ষিণ আফ্রিকায় চলতি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত তাঁদের প্রথম হারের সম্মুখীন হল। প্রথম দুটি ম্যাচে জয়ের পরে তৃতীয় ম্যাচে হোঁচট খেতে হল তাঁদের। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল এদিন চলতি বিশ্বকাপে তাঁদের প্রথম হারের সম্মুখীন হল। রেণুকা সিংয়ের অনবদ্য বোলিং পারফরম্যান্সও এল না কাজে। ম্যাচে পাঁচ উই🥀কেট নিয়েও হারের সম্মুখীন হতে হল তাঁকে। আর এর সঙ্গে সঙ্গেই এক বিরল অথচ লজ্জার নজির গড়ে ফেললেন রেণুকা সিং। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিಞসেবে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েও হেরে যাওয়া দলের সদস্য হতে হল তাঁকে।
এদিন ম্যাচে ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। তাঁর দুরন্ত পারফরম্যান্সের পরেও ইংল্যান্ডের কাছে হারতে হল ভারতকে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন এহসান মালিক। তিনি ১৯ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিক🐽ার কাছে ম্যাচ হারতে হয়েছিল তাঁদের। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ২০১৬ টি-২০ বিশ্বক🐬াপে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নিলেও ওই ম্যাচ জিততে পারেনি টাইগাররা। আর এদিন এই তালিকায় তৃতীয় ব্যক্তি হিসেবে নাম তুললেন রেণুকা সিং।
আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে তাঁরা। এদিন ইংল্যান্ডের শুরুটা একেবারেই ভালো হয়নি। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যায় তাদের দুই ওপেনার। একটা সময়ে তাঁদের স্কোর ছিল ৩ উইকেটে ২৯ রান। সেখান থেকে দলকে লড়াইতে ফেরান অধিনায়ক হিদার নাইট এবং ন্যাট স্কিভার ব্রান্ট জুটি। ৪২ বলে ৫০ রান করেন ন্যাট। ২৮ রান করেছেন হিদার নাইট। এছাড়াও ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অ্যামি জোন্স। জবাবে রান তাড়া করতে নেমে ভারতীয় দল পাঁচ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪০ রান করতে সমর্থ হয়। ফলে ১১ রানে হারের সম্মুখীন হতে হয় তাদের। এদিন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা দুরন্ত ইনি🔯ংস খেলেন। ৪১ বলে ৫২ রান করেন তিনি। ইনিংসের শেষ দিকে ৩৪🤪 বলে অপরাজিত ৪৭ রান করে লড়াই চালান রিচা ঘোষ। তবে ভারতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।