জিম্বাবোয়ে সফরে ৩-০ ব্যবধানে জয়ের পর এশিয়া কাপে অংশ নিতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল। এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী টি𝕴ম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটিংয়ের বর্তমান আক্রমণাত্মক মনোভাব না বদলানোর পরামর্শ দিয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গতানুগতিক ধারায় ব্যাট করে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এটাই ছিল কোচ হিসেবে রবি শাস্ত্রীর শেষ অভিযান এবং বিরাট কোহলির নেতা হিসাবে শেষ টি-টোয়েন্টি।
এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘ভারতীয় দলের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত নয়। যা তারা টি-ট🔜োয়েন্টি বিশ্বকাপের পর দেখিয়েছেন। আমি যখন কোচ ছিলাম,তখনও আমরা এই নিয়ে আলোচনা করেছি, আমাদের টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং-এর কথা ম🌄াথায় রেখে তখন দল কিছুটা ভয়ে ভয়েই ব্যাটিং করেছে।’
রবি শাস্ত্রী আরও বলেন, ‘রোহিত শর্মার অধীনে, টিম ইন্ডিয়া টি-টোয়েন্টিতে সঠিক আক্রমণাত্মক পদ্ধতির সঙ্গে খেলছে। আমি যখন কোচ ছিলাম,আমিও দলকে একই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলতে বলেছিলাম। কিন্তু টপ অর্ডার ♋তা কর꧋তে খুব ভয় পেয়েছিল।’
আরও পড়ুন…Player’s Death: বুকে বল লেগে মারা গেলেন বাং𓂃লার ক্রিকেটার
ভারতীয় দলের বর্তমান আক্রমণাত্মক পন্থাকে সমর্থন করেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘এই পদ্ধতি সঠিক। এটি করার মাধ্যমে আপনি কিছু ম্যাচ হারাতে পারেন কিন্তু একবার আপনি জিততে শুরু করলে আপনি সেই আত্মবিশ্বাসের꧅ সঙ্গে বড় ম্যাচে এগিয়ে যেতে পারেন এবং একই কৌশল ব্যবহার করতে পারেন।’
সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে তরুণ খেলোয়াড়রা যে আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছেন, সিনিয়র খেলোয়াড়রা ফেরার পরও তা করতে পারবেন? শাস্ত্রী বলেন,কেন নয়! তাঁরা অনেক অভিজ্ঞ,তাঁরা প্রচ⛄ুর আইপিএল এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাদের সমন্বয় করা কঠিন হবে না। ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার উপস্থিতি নিয়ে দলটির ব্যাটিংয়🎐ে যথেষ্ট গভীরতা রয়েছে। টপ অর্ডার ব্যর্থ হলেও দলকে সামলানোর ক্ষমতা আছে এই খেলোয়াড়দের।
আরও পড়ুন…মোবাইল ঘাঁটছেন সকলে, এক মনে ক꧙োরান পড়ছেন রিজওয়ান! মন জিতলেন পাক উইকেটর෴ক্ষক
হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহের উপর ভার পড়ার বিষয়ে শাস্ত্রী বলেছেন, ‘অলরাউন💟্ডার হিসাবে হার্দিক পান্ডিয়ার ফিরে আসা দলে ভারসাম্য বাড়িয়েছে। ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিঙ্ক তিনি। গত বছরের বিশ্বকাপে আমরা তাঁর বোলিং মিস করেছি। তাঁর যা গুণমান রয়েছে সেই গুণমানের ধারে কাছেও কেউ নেই। তাঁকে এবং জসপ্রীত বুমরাহকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, যাতে তারা আহত না হয়। দু’জনই দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।