বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের ঠিক আগেই ১০ জন কিংবদন্ত🉐ি ক্রিকেটারকে বিশেষভাবে হল অফ ফেমে অন্তর্ভূক্ত করবে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রাখা ১০ জন কিংবদন্তি যোগ দেবেন আইসিসির ৯৩ জন হল অফ ফেমারদের সঙ্গে। ফলে হল অফ ফেমারদের সংখ্যা সেঞ্চুরি প🌳ার (১০৩) করবে ক'দিন পরেই।
পাঁচটি আলাদা প্রজন্মের ২ জন করে ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করা হবে হল অফ ফেমে।
১. শুরুর দিকের ক্রিকেট যুগ (১৯১৮-র আগে পর্যন্ত)।
২. বিশ্বযুদ্ধের মাঝের যুগ (১৯১৮-১৯৪৫)।
৩. বিশ্বযুদ্ধের পরের যুগ (১৯৪৬-১৯৭০)।
৪. ওয়ান ডে যুগ (১৯৭১-১৯৯৫)।
৫. আধুনিক ক্রিকেট যুগ (১৯৯৬-২০১৬)।
আগামী ১৩ জুন (রবিবার) আইসিসির বিশেষ শো-এ নতুন হল অফ ফেমারদের নাম ঘোষণা করা হবে। ভারতীয় 🧸সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় ফেসবুক, ইউটিউব-সহ আইসিসি সোশ্ꦫযাল মিডিয়া চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন অ্যালান উইলকিনস।
পাঁচটি প্রজন্ম থেকে ৬ জ꧑ন করে ক্রিকেটারকে বেছে নেবে আইসিসির হল অফ ফেম নমিনেশন কমিটি। পরে হল অফ ফেম ভোটিং অ্যাকাডেমির অনলাইন ভোটেই ১০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। ভোটিং অ্যাকাডেমিতে রয়েছেন আইসিসির হল অফ ফেমার, আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসেসিয়েশনের প্রতিনিধি, প্রখ্যাত সাংবাদিক ও আইসিসির সিনিয়র কর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।