মেয়েদের ক্রিকেটে ইতিহাস লিখে ফেলল থাইল্যান্ড। বিশ্বক🐻াপ কোয়ালিফায়ারে দুরন্ত ছন্দে থাকা বাংলাদেশকে হারালেন থাইল্যান্ডের মেয়েরা। ডার্ক ওয়ার্থ লুইসের নিয়মে বাংলাদেশকে ১৬ রানে হারাল থাইল্যান্ড।
আন্তর্জাতিক পর্যায়ে ওডিআই-এ অং🌠শ নেয়, এমন দেশগুলির বিরুদ্ধে খেলে এটাই দ্বিতীয় জয় থাইল্যান্ডের। এর আগে এই টুর্নামেন্টেই জিম্বাবোয়েকে হারিয়েছিলেন থাইল্যান্ডের মেয়েরা। নিঃসন্দেহে বাংলাদেশকে হারানোটা থাইল্যান্ডের কাছে বড় প্রাপ্তি।
টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল থাইল্যান্ড। নির্দিষ্ট ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছিল বাংলাদেশ। ফারজানা হক অর্ধশতরান করেছেন। ৫১ রান করেন তিনি। মুর্শিদা খাতুন ৪৬ রান করেছেন। এ ছাড়া লতা মণ্ডল ২৯ এবং রুমানা আহমেদ ২৭ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের গণ্ড🥂িই টপকাতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের দুই ওপেনার সোরন্নারিন এবং নাথাকান প্রথম উইকেটে ৯৭ রান করেন। সোরন্নারিন টিপ্পোচ ৬৯ রান করেন। নাথাকান ছানথাম ৩৭ রান করেন। কিন্তু ৩৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২ রান করে থাইল্যান্ড। এর পরেই বৃষ্টি, খারাপ আলোর কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ডার্ক ওয়ার্থ লুইসের নিয়মে থাইল্যান꧂্ড ১৬ রানে ম্যাচ জিতে যায়।
প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে তিন ম্যাচ শেষে লি🦩গ তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডই। দু'টি করে ম্যাচ জ🅺িতেছে দুই দলই। তবে রান রেটে পিছিয়ে থাকার কারণে দুইয়ে নেমে গিয়েছে বাংলাদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।