হ্যাজেলউডের চোট থাকায় ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামার সুযোগ পেয়ে যান স্কট বোল্যান্ড। তবে সেই সুযোগটাকে তিনি যে এভাꦑবে কাজে লাগাবেন, সেটা আগে থেকে অনুমান করা মুশকিল ছিল।
স্কোয়াডের সব বোলার ফিট থাকলে ইংল্যান্ডের পিচে অস্ট্রেলিয়ার সেরা তিন পেসার হবেন কামিন্স, স্টার্ক এবং হ্যাজেলউড, এটাই প্রত্যাশিত। তবে বোল্যান্ডের জন্যই বার্মিংহ্যামে অ্যাশেজের প্রথম টেস্টে বাদ পড়তে হল মিচেল স্টার্ককে। এমনটা নয় যে, স্টার্ক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মন্দ বোলিং করেছে। বরং দুই ইনিংসে ২ট💦ি করে মোট ৪টি উইকেট নিয়েছেন তিনি।
তবে বোল্যান্ড আক্ষরিক অর্থেই ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জের মুখ♎ে ফেলে দেন। তিনি প্🧸রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে মোট ৫টি উইকেট দখল করেন।
বোল্যান্ডকে প্রথম একাদশে রাখতে হলে ౠহ্যাজেলউড অথবা স্টার্কের মধ্যে কোনও একজনকে বেছে নিতে হতো অস্ট্রেলিয়াকে। স্টার্ক༺ের ব্যাটের হাত ভালো জেনেও অস্ট্রেলিয়া প্রাধান্য দেয় হ্যাজেলউডকে, যিনি শেষবার টেস্ট খেলেন গত জানুয়ারি মাসে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
আরও পড়ুন:- 'একজন বিশ্বমানের ক্যাপ্টেনের মুখ থেকে এমন কথাﷺ মানা যায়🧸 না', সৌরভের উপর চটলেন বাট
ভারতের বিরুদ্ধে টেস্ট🎀 চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে ১১ জনকে নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া, তাতে একটিমাত্র রদবদল করে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম টেস্টে দল নামায় তারা। স্টার্ক জায়গা ছেড়ে দেন হ্যাজেলউডকে।
ইংল্যান্ড অবশ্য আগেই তাদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছিল। ইংল্যান্ডের প্রথম একাদশে উল্লেখযোগ্য বদল বদলে মইন আলির অবসর ভেঙে ফিরে আসা। মইন শেষবার টেস্ট🗹 খেলেন ২০২১ সালের সেপ্টেম্বরে ওভালে ভারতের বিরুদ্ধে। সুতরাং, প্রায় ২ বছর পরে ফের টেস্টের আঙিনায় কামব্যাক করলেন তিনি। জ্যাক লিচের চোটের জন্যই লাল বলের ক্রিকেটে ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে হয় মইনকে। দলের সেরা স্পিনারকে ছাড়া অ্যাশেজ সিরিজে ভরাডুবির মুখে পড়ার আশঙ্কা ছিল ইংল্যান্ডের। তাই মইনকে ফেরার অনুরোধ জানায় ইসিবি এবং মইন সেই প্রস্তাব গ্রহণ করেন।
অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, উসম🉐ান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), নাথান লিয়ন, স্কট বোল্যান্ড ও জোশ হ্যাজেলউড।
অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: জ💜্যাক ক্রউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মইন আলি, ওলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।