ব্রাজ🌱িলে কোপা আয়োজন নিয়ে এর আগে সরব হয়েছিলেন নেইমারের দলের ফুটবলাররা। এ বার একই কারণে ক্ষোভ উগড়ে দিলেন ব্রাজিলের কোচ তিতে। বিশেষত ভেনিজুয়েলা টিমের ১২ জন সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পরই ক্ষুব্ধ তিতে দাবি করেছেন, এই কারণেই তিনি চাননি, ব্রাজিলে কোপার আয়োজন করা হোক।
প্রথমে আর্জেন্তিনা এবং কলম্বিয়ার যৌথ ভাবে কোপা আয়োজন করার কথা ছিল। কোনও কারণে কলম্বিয়ার বদলে শুধু আর্জেন্তিনাকেই দায়িত্ব দেওয়া হয়। হঠাৎ করে আর্জেন্তিনায় করোনা সংক্রমণ 🍨বেড়ে যাওয়ায়, কোপা সরিয়ে নিয়ে আসা হয় ব্রাজিলে। কোপার বল গড়ানোর আগেই ভেনিজুয়েলার ১২ জন সদস্য করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তিতে বলেছেন, ‘এই ধরনের সমস্যার মুখোমুখি যাতে কাউকে না হতে হয়, সে কারণেই আমরা চেয়েছিলাম প্রয়োজনে এই টুর্নামেন্ট স্থগিত থাক। এ রকম ঘটনা ঘটুক, আমরা কেউ চাইনি। টুর্নামেন্ট ব্🃏রাজিলে আনার আগে আমার সঙ্গে এই নিয়ে কোনও আলোচনাও করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন।’
তবে ব্রাজিলে কোপা করা নিয়ে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গিয়েছিল। কিন্তু ব্রাজিলের সর্বোচ্চ আদালত🤪ও জানিয়ে দেয়, করোনা বিধি মেনে কোপা আয়োজন করা যাবে। তিতে বলছিলেন, ‘আমি কখনও রাজনীতি করিনি। সাধারণ নাগরিকের মতোই ভোট দিয়ে থাকি। তবে যাঁরা এই কোপা আয়োজন নিয়ে রাজনীতি ক🎐রলেন, তাঁরা ভুল করলেন।’
এর সঙ্গেই তিতে যোগ করেছেন, ‘কোপা খেলব না আমরা কখনও বলিনি। ব্রাজিলে কোপা আয়োজনের আগে থেকেই, আমরা কোপা খেলতে রাজি ছিলাম। ব্রাজিলেও এই টুর্নামেন্ট আয়োজন হবে জানার পরও, কোপা খেলার বিষয়েܫ একই জায়গায় দাঁড়িয়ে ছিলাম। এবং এখনও আছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।