ব্যꦡাট হাতে লড়াকু ইনিংস খেলেন বিজয় শঙ্কর। শাই কিশোর ব্যাটে-বলে সফল। তা সত্ত্বেও তামিলনাড়ু প্রিমিয়র লিগের ম্যাচে ডিন্ডিগুল ড্রাগনসের কাছে ꩲহারতে হল তিরুপুর তামিলানসকে। শিবম সিং ও আদিত্য গণেশের যুগলবন্দিতে বাজিমাত করে ড্রাগনস।
সালেমে লিগের ২০তম ম্যাচে সম্মুখসমরে নামে তিরুপুর ও ডিন্ডিগুল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে তিরুপুর। তারা ꧅নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অর্ধশতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফেরেন সাই কিশোর। তিনি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে দলের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করে আউট হন।
রান-আউটে থেমে যায় বিজয় শঙ্করের আগ্রাসী ইনিংস। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৩ রান করে মাঠ ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚছাড়েন বিজয়। এছাড়া ২২ বলে ৩০ রান করেন তুষার রাহেজা। তিনিও ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি চার ও জোড়া ছক্কার সাহায্যে ১২ বলে ২২ রানের যোগদান রাখেন বি অনিরুদ্ধ। রাধাকৃষ্ণন ১০ ও রাজেন্দ্রন বিবেক ১৭ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন।
ডিন্ডিগুলের হয়ে ১টি কর♍ে উইকেট নেন স💧রবন কুমার ও অউশিক শ্রীনিবাস। তিরুপুরের তিনজন ব্যাটার রান-আউট হয়ে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- MPL 2023: ඣরুতুর দলকে ছুটি করিয়ে মহারাষ্ট্র প্রিমিয়র ꦅলিগের ফাইনালে কেদার যাদবের কোলাপুর
পালটা ব্যাট ক🧸রতে নেমে ড্রাগনস ১৮.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯ বল বাকি থাকতে ৮ উইকে✨টে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। ওপেন করতে নেমে শিবম সিং ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫৭ বলের ইনিংসে তিনি ১১টি চার মারেন।
চার নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন আদিত্য গণেশ। তিনি ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ৩০ বলে ৫৯ র♐ান করে নট-আউট থাকেন। এছাড়া বিমল কুমার ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৪ রান করে আউট হন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ভূপতি কুমার।
তিরুপুরের হয়ে ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন সাই কিশোর। বাকিরা কেউই প্রভাবশালী বোলিং করতে পারেননি। বল করেননি বিজয় শঙ্কর। দুরন্ত হাඣফ-সেঞ্চুরি করার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শিবম সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।