বল হাতে কে.ঈশ্বরন এবং ব্যাট হাতে বাবা অপরাজিতের দাপটের সাক্ষী থাকল রবিবাসরীয় তামিলনাড়ু প্রিমিয়র লিগের (টিএনপিএল) মঞ্চ। ঈশ্বরন,অপরাজিতদের দাপটে চলতি টিএলপিএলে টানা পঞ্চম ম্যাচে জয় পেল নেল্লাই রয়্যাল কিংস। ত্রিপ্পুর তামিজানস দলকে হারিয়ে এই টানা পঞ্চম ম্যাচে জয় তুলে নিল তা🍰রা।
একদিকে যখন ট্রেন্টব্রিজে ভারতীয় সিনিয়র দল ইংল্যান্ꦇডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচের লড়াই চালাচ্ছিল নটিংহ্যামে ঠিক তখন রবিবার কোয়েম্বাটুরে মুখোমুখি হয়েছিল নেল্লাই রয়্যাল কিংস এবং ত্রিপ্পুর তামিজানস। ম্যাচে ৬ উইকেটে তামিজানসের বিরুদ্ধে বড় জয় পেল নেল্লাই। হাতে ২🌜৭ বল বাকি রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় নেল্লাই দল। যার নেপথ্য কারিগর ব্যাট হাতে যদি হন বাবা অপরাজিত তবে বল হাতে অবশ্যই কে.ঈশ্বরন।
বাবা অপরাজিতের ৪৬ বলে করা ৬৩ রানের ইনিংস এদিন নেল্লাইয়ের হয়ে জয়ের ভিত তৈরি করে দিয়েছ💫িল। যার উপর ভর করেই মাত্র ১১৮ রানের লক্ষ্যমাত্রাতে পৌঁছে টানা পঞ্চম জয় তুলে নিল বাবা ইন্দ্রজিতের নেতৃত্বাধীন নেল্লাই রয়্যাল কিংস। রান তাড়া করতে নেমে নেল্লাই তাদের ওপেনার হরিশকে(৭) দ্রুত হারায়। তবে অপর ওপেনার সূর্যপ্রকাশকে (২৮) সঙ্গী করে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে বাবা অপরাজিত দলে𒊎র জয় নিশ্চিত করেন। এদিন মিডিয়াম পেসার কে.ঈশ্বরন ১১ রান দিয়ে ৩ উইকেট এবং লেফট আর্ম স্পিনার হরিশ ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ত্রিপ্পুর তামিজানসকে ১১৭ রানে আটকে রাখতে সমর্থ হয়েছিলেন। একমাত্র মন বাফনা ৩৫ বলে ৩৭ রানের একটি ইনিংস খেলতে সমর্থ হয়েছিলেন।
∆ ত্রিপ্পুর তামিজানস :-
১১৭/৮
(মান বাফনা ৩৭,ঈশ্বরন ১১/৩)
∆ নেল্লাই রয়্যাল কিংস :-
১২১/৪
( বাবা অপরাজিত ৬৩)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।