শুভব্রত মুখার্জি:- সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক গেম♔স। এই গেমস শুরুর ඣআগেই গেমস থেকে চোটের কারণে নাম প্রত্যাহার করেছিলেন ইয়ানিক সিনার। যিনি এই মুহূর্তে পুরুষদের লন টেনিসে ক্রমতালিকায় রয়েছেন শীর্ষে। তিনিই দুই দুইবার ডোপ পরীক্ষায় ফেল করেছেন। নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড পাওয়া গিয়েছে তাঁর দেহে।
চলতি বছরের মার্চ মাসে প্রথমবার ঘটে এই ঘটনা। ক্যালিফোর্নিয়াতে তিনি সেই সময়ে ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়নও হয়েছিলেন। তাঁর থেকে সেই সময়ে খেতাব কেড়ে নেওয়া হয়েছিল। পাশাপাশি কেড়ে নেওয়া হয় জেতা পুরস্কার মূল্য꧋ও। এই টুর্নামেন্টে জেতার ফলে যা পয়েন্ট তিনি অর্জন করেছিলেন তাও কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এর পরেও আশ্চর্যজনকভাবে নিষিদ্ধ হননি তিনি। কিন্তু কেন? ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত হয🐬়েছে? আসুন জেনে নেওয়া যাক।
একটি স্বাধীন ট্রাইব্যুনাল বিষয়টি নিয়ে তদন্ত করে। তারা এই তদন্ত করে জানিয়েছে সিনার নিষিদ্ধ ড্রাগ ꦍসেবন করলেও তিনি ⭕তা ইচ্ছাকৃতভাবে করেননি। তাই এই মুহূর্তে তাঁর উপর কোনও ধরনের কোন নিষেধাজ্ঞা জারি করার পথে তারা হাঁটছেন না।
মঙ্গলবার এই বিষয়টি নিয়ে এই ঘোষণাই করা হয়েছে আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির তরফে। সোমবারেই সিন♋ার সিনসিনাটি ওপেন জিতেছেন। তারপরেই তাঁর সম্বন্ধে এই খবরটি সামনে এসেছে। আসন্ন ইউএস ওপেনেও খেলবেন তিনি। নিউ ইয়র্কের এই টু♉র্নামেন্টে জয়ের বিষয়ে তিনি অন্যতম দাবিদার।
বিষয়টি নিয়ে সিনার নিজেও মুখ খুলেছেন। তিনি নিজের ইন্সটাগ্রামে জানিয়েছেন, 'আমি এখন থেকে এই চ্যালেঞ্জিং এবং অত্যন্ত খারাপ ঘটনাটিকে আমার পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার এরপর থেকে সর্বোতভাবে এটাই চেষ্টা থাকবে যে অ্যান্টি ডোপিং যে 🐎নিয়ম রয়েছে তা সর্বোতভাবে মেনে চলা। আমার একটি টিম রয়েছে যারা এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার চেষ্টা করবে।'
মার্চ মাসে ইন্ডিয়ান ওয়েলসের হার্ড কোর্ট টুর্নামেন্ট চলাকালীন ডোপ পরীক্ষায় ব্যর্থ হন তিনি। তাঁ♏র শরীরে মেটাবো🌟লাইট কোস্টেবল নামক ড্রাগের উপস্থিতি পাওয়া যায়। যা একটি নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েড। যা অপথালমোলজি এবং ডার্মাটোলজি অর্থাৎ চোখ এবং ত্বকের চিকিৎসায় ব্যবহার করা হয়।
এই এক ড্রাগ নিয়ে নিষিদ্ধ হয়েছিলে𒀰ন এমএলবির স্যান ডিয়েগো প্যাড্রেসের তারকা ফার্নান্দো তাতিস। এই ঘটনার আটদিন পরে ফের ডোপ পরীক্ষায় ফেল করেন সিনার। এই পরীক্ষাটি করা হয়েছিল কম্পিটিশনের বাইরে। এইসব ফলাফলের কারণে তাঁকে সাময়িক নিষিদ্ধ করি হয়েছিল। কি🦩ন্তু তিনি এর বিরুদ্ধে আপিল করেন। তাঁকে এরপর প্রতিযোগিতায় খেলার সুযোগও দেওয়া হয়। তবে নিষিদ্ধ না হলেও তিনি হারাবেন ৩৯০ পয়েন্ট। পাশাপাশি ৩,২৫,০০০ ডলার পুরস্কার মূল্যও হারাবেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।