কারও পৌষ মাস, কারও সর্বনাশ। বিরাট কোহলি ভারতের টি-২০ 🔜ক্যাপ্টেন্সি ছেড়ে দিলে সর্বনাশ হয়ে যাবে, এমন প্রসঙ্গ উত্থাপন করা বোকামি। তবে কোহলির পদত্যাগ করতে চলার খবরে রীতিমতো উত্সবের মেজাজ রোহিত শর্মার সমর্থকমহলে।
আসন্ন টি-২০ বিশ্বকাপের পরে টিম ইন্ডিয়ার টি-২০ ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন, কোহলি এমন কথা ঘোষণা করার🌱 পরেই সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ বিপরীত মেরুর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে কোহলি অনুরাগীগের হা-হুতাশ, অন্যদিকে রোহিত অনুরাগীদের উচ্ছ্বাস, এমন মেরুকরণ চোখে পড়ছে স্পষ্ট। ভাবখানা এমন, কোহলির ক্যাপ্টেন্সি ছাড়ায় টি-২০ ফর্ম্যাটে পরবর্তী ভারত অধিনায়ক হতে চলেছেন রোহিত।
পরিস্থিতির নিরিখে এমন ধারণা অবশ্য নিছক অমূলক নয়। বরং সেই সম্ভাবনাই উঁকি দিচ্ছে ষোলো আনা। আবার নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার কিছু মানুষকে꧙ও চোখে পড়ছে, যাঁরা খেলোয়াড়সুলভ মানসিকতায় বিষয়টিকে গ্রহণ করেছেন। কোহলির নেতৃত্ব ছাড়ার ঘোষণায় যাঁরা হতাশ হলেও রোহিত পরবর্তী ভারত অধিনায়ক হলে তাঁরা খুশিই হবেন।
কোহলি নেতৃত্ব ছাড়লে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ডেপুটি রোহিত শর্মার হাতেই যে নতৃত্বের ব্যাটন উঠবে, এটা অনুমান করার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। সুতরাং, আইপিএলে নেতা হিসেবে রোহিতের চোখ ধাঁধানো সাফল্য ও কোহলির আরসিবি ক্যা🦋প্টেন হিসেবে ব্যর্থতাই যে এই পদত্যা𝓀গের জন্য অনেকটা দায়ি, সেটা বুঝতে অসুবিধা হয় না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।