শুভব্রত মুখার্জি: নক আউটের টিকিট গতকালকেই নিশ্চিত করেছিলেন ভারতীয় শাটলাররা। আমেরিকাকে ৪-১ ফলে হারিয়ে থাইল্যান্ডের ব্যাঙ্ককে চলতি উবের কাপে নক আউটের টিকিট নিশ্চিত করার পরের দিনেই মুখ থুবড়ে পড়তে হল সিন্ধুদের। কোরিয়ার কাছে ৫-০ ফলে চূর্ণ হল ভারতীয় দল। কালকের দুরন্ত পারফরম্যান্সের পরে আজ কোর্টে যেন ধরা দিল অচেনা এক ভারতীয় দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ🎶ে এই লজ্জার হারে তাদের আত্মবিশ্বাস যে ধাক্কা খাবে তা বলাই বাহুল্য।
বিশ্ব ক্রমপর্যায়ে চার নম্বরে থাকা আন সিইয়াংয়ের কাছে হারতে হܫল জোড়া অলিম্পিক পদকজয়ী শাꦓটলার পিভি সিন্ধুকে। গ্রুপ ডি-তে এর আগে কানাডা এবং আমেরিকাকে হারিয়েছিল ভারত। তবে শেষ টাইয়ে কোরিয়ার বিরুদ্ধে আশ্চর্যজনকভাবে কোন ভারতীয় শাটলার একটিও গেম জিততে পারেনি। আন সিইয়াংয়ের বিরুদ্ধে এটি সিন্ধুর টানা পঞ্চম হার। ১৫-২১, ১৪-২১ ফলে হারলেন তিনি।
শ্রুতি মিশ্রা, সিমরান সিংঘির জুটিকে ১৩-২১, ১২-২১ ফলে হারায় লি-শোহি, শিন সিয়াঙ্গচান জুটি। মাত্র ৩৯ মিনিটেই শেষ হয়ে যায় ম্যাচটি। তিন নম্বর ম্যাচে আকাশি কাশ্যপকে ১০-২১,১০-২১ ফলে হারান কোরিয়ার কিম-গা-ইয়ুন। ফলে ০-৩ টাইটিতে ভারতের হার নিশ্চিত হয়ে যায়। তানিশা ক্রাস্টো এবং তৃষা জলিকে ২১-১৪, ২১-১১ ফলে হারিয়ে দেন কিম হাং জং এব🔜ং কঙ হে ইয়ং জুটি। টাইয়ের শেষ ম্যাচে অস্মিতা চালিহাকে ১৮-২১,১৭-২১ ফলে হারিয়ে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সিম ইউজিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।