কখনও কখনও ক্রিকেট মাঠে ভাগ্য এমন খেলা দেখায়। ভাগ্যের সামনে সেরা খেলোয়াড়ও মাথা নত করেন। বাইশ গজে এমন কিছু দৃশ্য আমরা সম্প্রতি দেখতে পেয়েছি। যেখানে ভাগ্য ভারতীয় মহিলা দলের কাছ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ কেড়ে নিয়েছে। এবার নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড সিরিজেও প্রায় একই ছবি দেখা গেল। যে কারণে এখন টেস্ট ম্যাচেও হারের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড দল। ব্যাপারটা এখানেই থেমে নেই। ক্রিকেট মাঠের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভাগ্য প্রায়ই খেলোয♏়াড়দের সঙ্গে প্রতারণা করে থাকে এবং সেটি দেখাও যায়। যার একাধিক উদাহরণ তুলে ধরব। দেখে নেওয়া যাক এমনই কিছু আশ্চর্যজনক ঘটনা।
আরও পড়ুন… ভিডিয়ো: উপস্থিত রোহিত থেকে শ্রেয়স, নাচে-গানে জমে গেল শার্দুল ঠাকুরের❀ সঙ্গ🌳ীত অনুষ্ঠান
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যে খেলায় কিউয়ি দলের ব্যাটসম্যান মাইকেল ব্রেসওয়েল আট রান করার পর ক্রিজে ব্যাট করছিলেন। সেই সময়ে ত𓆏িনি রান নিতে ছুটে ছিলেন, এমন সময় ডিপ মিডউইকেটের দিকে দাঁড়ানো ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বল ছুড়ে দেন দলের কিপার বেন ফক্সকে। এই রান সাধারণত সহজে সম্পন্ন হয়, কিন্তু ভাগ্য মাইকেল ব্রেসওয়েলের পক্ষে ছিল না। তবে এই রান আউটের পিছনে অনেকেই অসতর্কতার কারণ খুঁজে পেলেন। অনেক বিশেষজ্ঞে🐷র মতে নজির গড়লেন ব্রেসওয়েল।
এই সময় মাইকেল ব্রেসওয়েল মনে করেছিলেন যে তিনি স্বাচ্ছন্দ্যে ক্রিজে পৌঁছে গিয়েছেন। এদিকে বেন ফক্স উইকেটের খোঁজে দাঁড়িয়ে ছিলেন এবং সুযোগের সদ ব্যবহার করেন তিনি। ভিডিয়োটি🃏 দেখে বোঝা যাচ্ছে না যে তিনি বলটি ধরবেন এবং স্টাম্পে আঘাত করবেন। কিন্তু বলটা স্টাম্পের উপর রাখেন। এরপর ক্রিজে পৌঁছে যান মাইকেল ব্রেসওয়েল। কিন্তু তাঁর ব্যাট ও পা দুটোই হাওয়ায় ছিল। যার কারণে তৃতীয় আম্পায়ার তাঁকে আউট দেন। এই ম্যাচে তাঁর আউট হয়ে যাওয়াটা দলের জন্য অনেক বড় ভূমিকা পালন করে।
আরও পড়ুন… ভিডিয়ো: প্🐈রথমে ব্যাট ভাঙলেন পরে উইকেট উড়িয়ে দিলেন, দেখুন শাহিনের আগুনে বোলিং
আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত🔯ের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের সঙ্গেও এমনই কিছু ঘটেছিল। যেখানে তাঁর এক উইকেটের কারণে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে যায় ভারত। এই কারণে সমস্ত ভারতীয়দের হৃদয় ভেঙে গিয়েছিল। এই ম্যাচে ১৫তম ওভারের চতুর্থ বলে এই ঘটনাটি ঘটে। উইকেটে রান নিতে গিয়ে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউরের ব্যাট আটকে যায় এবং এগোতে না পারায় রান আউট হন তিনি।
ক্যাপ্টেন আউট হওয়ার সঙ্গে সঙ্গে এই ম্যাচে টিম ইন্ডিয়াও কামব্যাক করতে পারেনি এবং হেরে যায়। আউট হওয়ার আগে পর্যন্ত আরামে রান নিচ্ছিলেন হরমনপ্রীত কউর। তিনি জানতেন এই রান সহজেই সম্পন্ন হবে। কিন্তু ভাগ্য কখন কার পরীক্ষা নেয় কে জানে? এমন পরিস্থিতিতে হরমনপ্রীত কউরের ভাগ্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এরপরে হরমন রাগ করতে করতে প্যাভিলিয়নে ফিরেছিলেন। ভারতের ক্যাপ🍎্টেনের হতাশার সেই ছবি গোটা ক্রিকট বিশ্ব দেখেছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার✨ HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।