ভিনেশ ফোগট সম্প্রতি কংগ্রেসে যোগদান করেন। তিনি হরিয়ানা বিধানসভার জুলানা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছেন। এবার এক বড় দাবি করে বসলেন ভিনেশ। তিনি জানান, প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ ফাইনাল রাউন্ডে ডিসকোয়ালিফাই হওয়ার পর নরেন্দ্র মোদীর 🌌সঙ্গে ফোনে কথা বলতে অস্বীকার করেছিলেন। বর্তমান কংগ্রেস নেত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর ফোন প্রত্যাখ্যান করেছিলাম।'
সম্প্রতি লাল্লানটপের সাক্ষাৎকারে ভিনেশ বলেন, ‘আমার কাছে প্রধানমন্ত্রীর ফোন এসেছিল, তবে আমি কথা বলতে অস্বীকার করি। ফোনটি আমার কাছে সরাসরি আসেনি। সেখানে উপস্থিত ভারতীয় আধিকারিকরা আমায় জানান যে প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে চান। আমি প্রথমে কথা বলার জন্য তৈরি ছিলাম। কিন্তু তারপরই তাঁদের তরফে একটি শর্ত রাখা হয়। বলা হয়, আমার দলের থেকে কেউ সেই সময় উপস্থিত থাকতে পারবেন না এᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবং শুধুমাত্র দু’জন উপস্থিত থাকবেন, যাঁরা আমার এবং প্রধানমন্ত্রীর কথোপকথন রেকর্ডিং করবেন সোশ্যাল মিডিয়ার জন্য। আমি চাইনি আমার কঠোর পরিশ্রম এবং আবেগ নিয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় মজা করুক।’
তিনি বলেন, ‘যদি সত্যি🃏ই তিনি ক্রীড়াবিদদের কথা চিন্তা করতেন, তাহলে তিনি সেটি রেকর্ডিং করার শর্ত দিতেন না। সেটা না হলে আমি তাঁর প্রশংসাই করতাম। হয়তো তিনি জানতেন ভিনেশের সঙ্গে কথা বললে গত ২ বছরের প্রসঙ্গ উঠবে। হয়তো সেই কারণে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমার পক্ষ থেকে কেউ উপস্থিত থাকতে পারবেন না, কারণ তাঁরা হয়তো ভিডিয়োটি এডিট করে চালাতেন, আমি অরিজিনালটাই চালাতাম। যেটা তাঁরা পরবর্তীতে অস্বীকার করতে পারতেন।’
প্রসঙ্গত, ভিনেশ ফোগট এবছর প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে ফাইনাল থেকে ডিসকোয়ালিফাই হতে হয়। হাতছাড়া হয় স্বর্ণ পদক। এরপরই কুস্তিকে বিদায় জানান তিনি। তাঁরই সতীর্থ কুস্তিগীর বজরং পুনিয়াকে সঙ্গে নিয়ে যোগ দ🌺েন কংগ্রেসে। তারপরই সরাসরি ভোটে লড়ার টিকিট পেয়ে যান। এরপরই তাঁকে নিশানা করে বিজেপি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।