ভারতীয় দলের ক্রিকেটার উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত শুক্রবার ভোরে একটি গাড𓂃়ি দুর্ঘটনার কবলে পড়ে একাধিক চোটের জন্য চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখতে অনেক ভিআইপি পৌঁছে যাচ্ছেন হাসপাতালে। ভিড় বাড়ছে হাসপাতালে। যা তাঁর জন্য ঠিক নয় বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দিল্লি জেলা ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মা অনুরোধ করেছেন, ভিআইপ🦋িরা যাতে হাসপাতালে ভিড় না জমান। তিনি বলেন, ‘যাঁরা পন্তের সাথে দেখা করতে যাচ্ছেন তাদের না যাওয়াই উচিত, কারণ এতে সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে।’
দিল্লি-দেরাদুন হাইওয়েতে পন্তের গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে গাড়িতে আগুন ধরে যায়। পন্তকে এক বাস চালক এবং কন্ডাক্টর উদ্ধার করেছিলেন। শ্যাম শর্মা আরও বলেন, ‘ঋষভ এখন স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। আমাদের বিসিসিআই চিকিৎসকরা এখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। জয় শাহ 𝄹এবিষয়ে খবর নিয়েছেন। এখন তিনি এখানেই ভর্তি থাকবেন। ঋষভ আমাকে বলেছেন একটি গর্ত থেকে গাড়িকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন।’
হরিদ্বারের পুলিশ 💎সুপার (গ্রামীণ) একটি বিবৃতিতে বলেছেন, ‘ ঋষভ তাঁর আত্মীয়দের সঙ্গে দেখা করতে রুরকি যাচ্ছিলেন। নারসান থেকে রুরকির দিকে এক কিলোমিটার আগে ঘুমে তাঁর চোখ লেগে আশায় দুর্ঘটনাটি ঘটেছে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ঋষভের কপালে দুটি কাটা রয়েছে। তার ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাঁর ডান কব্জি, গোড়ালি, পায়ের আঙুলেও আঘাত রয়েছে। ঋষভের অবস্থা স্থিতিশ🧸ীল রয়েছে। তাঁকে এখন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে রাখা হয়েছে। যেখানে তাঁর আঘাতের পরিমাণ নির্ণয় করতে এবং তার পরবরಌ্তী চিকিৎসার জন্য তার এমআরআই স্ক্যান হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।