কঠিন সময়ে ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার শ্রাবন্তী নাইডুর পাশে দাঁ♛ড়ালেন বিরাট কোহলি। করোনা আক্রান্ত মায়ের চিকিত্সার জন্য শ্রাবন্তীকে ৬.৭৭ লক্ষ টাকা দিয়েছেন ভারত অধিনায়ক।
শ্রাবন্তীর মা এসকে সুমনের অবস্থা সংকটজনক। প্রাক্তন তারকা সাহায্যের জন্য বিসিসিআই, হায়দরাবাদ ক্রিকেট সংস্থা ও অন্যান্য সংস্থার কাছে আবেদন জানান। প্রাক্তন বিসিসিআই সভাপতি শিবলাল যাদবের বোন তথা মহিলা ক্রিকেটে বিসিসিআইয়ের সাউথ জোনের প্রাক্তন কনভেনর এন বিদ্যা যাܫদব কোহলিকে ট্যাগ করে টুইট করেন শ্রাবন্তীকে সাহায্যের জন্য। করোনা আক্রান্ত পিতা-মাতার চিকিত্সায় শ্রীবন্তি ইতিমধ্যেই ১৬ লক্ষ টাকা খরচ করেছেন।
এপ্রসঙ্গে বিদ্যা যাদব Sportstar-কে বলেন, ‘সত্যি বলতে আমি (কোহলির) এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগে অবাক। একজন বড় ক্রিকেটারের মহৎ উদ্যোগ। আমি ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও ধন্যবাদ জানাতে চাই, যেঁ কো♊হলির কাছে বিষয়টি তুলে ধরে।’
হায়দরাবাদ ক্রিকেট সংস্থার অ্যাপেক্স কাউন্সিল ইতিমধ্যেই ৩ লক্ষ টাকা অনুমোদন করেছে শ্রীবনಞ্তীর জন্য এবং তাড়াতাড়িই আরও ২ লক্ষ টাকা দেওয়া হবে সংস্থার তরফে।
উল্লেখ্য, শ্রাবন্তী ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত দেশের হয়ে ১টি টেস্ট, ৪টি ওয়ান ডে ও ৬টি আ💜ন্তর্জাতিক টি-২০ খেলেছেন। সবমিলিয়ে ১২টি আন্তর্জাতি✅ক উইকেট রয়েছেন তাঁর ঝুলিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।